যে কারনে গ্রিক দেবি থেমিসের মূর্তিটি একপাশে সরানো হয়েছে
সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবি থেমিসের মূর্তিটি সরানোর একমাত্র কারণ হচ্ছে যে মূর্তিটির পিছনে বাংলাদেশের মানচিত্র ঢেকে পড়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বাহিরে স্থাপিত বাংলাদেশের মানচিত্র মূর্তি থাকার কারনে সামনে থেকে দেখা যাচ্ছিল না। ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানচিত্র কখনই আড়ালে পড়ে থাকতে পারে না। বিষয়টি বিবেচনা করে মূর্তিটি একপাশে সরানো হচ্ছে, তবে একেবারে উঠিয়ে নেয়া হচ্ছে না। তাছাড়া সরানোর অন্য কোন কারণও নেই। তবে কতিপয় কুচক্রী মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভুল তথ্য দিয়ে সাধারণ জনগনের কাছে বিষয়টি অন্যভাবে উপস্থাপন করছে যা ঠিক নয়। মুর্তিটি সরানোর সিদ্ধান্ত সঠিক ও যুগোপযোগী হয়েছে বলে আমরা মনে করি। তাই সঠিক তথ্য দিয়ে সবার সন্দেহ দূর করলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০৬/২০১৭গ্রীক দেবীর হাতে জামায়াতের দাড়িপাল্লা ছিলো
-
প্রসেনজিৎ অাদক ২৮/০৫/২০১৭এই সত্যটি এই প্রথম জানলাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৫/২০১৭কিন্তু বন্ধু এই কয়েক বছরে কোনো সাংবাদিক তো লেখেনি যে মূর্তির পিছনে মানচিত্র ঢাকা পড়েছে!