উন্নয়ন মহাসড়কে কক্সবাজার
কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের পাড় দিয়ে চলে যাওয়া ৮০ কিমি দীর্ঘ মেরিন ড্রাইভের উদ্বোধন করা হয়েছে। এই মেরিন ড্রাইভটি কক্সবাজারের সৌন্দর্য অবলোকনে শুধু পর্যটকদের আকর্ষণই করবে না বরং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী ৫ দশমিক ৫ মিটার প্রশস্ত এই মেরিন ড্রাইভটি নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্মাণ কাজ শেষ করে। এই মেরিন ড্রাইভ নির্মাণের জন্য আমাদের সেনাবাহিনী যে কষ্ট করেছে, তারা সেই ২০১০ সালে যখন কাজ শুরু করল, এখানে কাজ করতে গেলে তো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতি দুর্যোগের সঙ্গে লড়াই করেই কাজ করতে হয়। এখানে কাজ করতে গিয়েই পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে আমাদের সেনাবাহিনীর ৬ জন সদস্য জীবন দিয়েছেন। এত বাধাবিঘ্ন অতিক্রম করে নির্দিষ্ট সময়ের পূর্বেই আমাদের সেনাবাহিনী বিশেষ করে ১৬ ইসিবি এটাকে সুন্দর করে নির্মাণ করে দিয়েছে। সকলে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। এছাড়াও ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক পথটি চার লেন করার পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতিতে কক্সবাজারের গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কটিও চার লেন করা হচ্ছে। কক্সবাজার বিমানবন্দরটিকে একটি আধুনিক-উন্নত বিমানবন্দর হিসেবেই গড়ে তোলা হবে। আপাতত একটি টার্মিনাল ভবন থেকে শুরু করে সবকিছুর কাজ শুরু হচ্ছে। বিমানবন্দরের জন্য নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং রানওয়েটাকেও আরও প্রশস্ত ও দীর্ঘ করা হবে। এটা যেহেতু আন্তর্জাতিক এয়ার রুটে পড়ে তাই ভবিষ্যতে যে কোন দেশ থেকে এখানে এসে যেন বিমান রিফ্যুয়েলিং করতে পারে তার ব্যবস্থাও করা হবে। এত সুন্দর আমাদের একটা সমুদ্রসৈকত। সেই সৌন্দর্য উপভোগ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশ-বিদেশ থেকে মানুষ আসে। কাজেই এ অঞ্চলটাকে আরও সুন্দরভাবে ও আকর্ষণীয়ভাবে গড়ে তোলা প্রয়োজন এবং সে উদ্দ্যেশেই সরকার কাজ করে যাচ্ছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৯/০৫/২০১৭জতিল
-
আব্দুল হক ১০/০৫/২০১৭সুন্দর লিখার জন্য, ধন্যবাদ!!আশাকরি আরো সুন্দর সুন্দর লিঃখা উপহার দেবেন!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৫/২০১৭জানা হল।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০১৭সুন্দর প্রচেষ্টা।
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৫/২০১৭ভালো উদ্যোগ।