শংকিত চিত্তে দীর্ঘায়ু কামনা করি
মানুষ মরনশীল, জন্মিলে মরিতে হবে। তবুও আমরা নিরাপদ জীবনের জন্যই আপ্রাণ চেষ্টা করে থাকি। আর যে নেত্রী দিনরাত পরিশ্রম করে, দেশ ও জনগনের উন্নয়নের জন্য আরামের ঘুম হারাম করে এই বয়সে কষ্ট করে বিদেশ যেয়ে দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছেন, সে নেত্রীকে বহনকারী বিমানে যান্ত্রীক ত্রুটি থাকবে, দেশবাসীর সাথে আমরা তা মেনে নিতে পারিনা। রাখে আল্লাহ মারে কে? তাইতো বঙ্গকন্যার বিপদ কেটে গেছে। বেঁচে গেলেন সবার জন্য, দেশের জন্য। কারো না কারো দায়িত্বের অবহেলা অথবা ষড়যন্ত্রের কারনে বিমানে যান্ত্রীক ত্রুটি দেখা দিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী 'আপনার জীবন শুধু আপনারই নয়' বরং অগনিত দেশপ্রেমিকের। প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানে যান্ত্রিক ত্রুটি হেলাফেলার নয়, গুরুত্বসহ বিবেচনায় নিন। বাংলাদেশ বিমানের ভিতরে বাইরে যেসব ষড়যন্ত্রকারী দূঃস্কৃতিকারী আছে অনতিবিলম্বে এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আপনার দীর্ঘায়ু কামনা করি শংকিত চিত্তে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বাবুল বাদশা ০২/১২/২০১৬সুন্দর
-
আব্দুল হক ২৯/১১/২০১৬সুন্দর , ধন্যবাদ
-
দেবজ্যোতিকাজল ২৯/১১/২০১৬হাম.....হাম
-
নির্মলেন্দু পোদ্দার ২৯/১১/২০১৬ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১১/২০১৬ভালো লেখার জন্য ধন্যবাদ।