রফতানির হালচাল
বাংলাদেশ রফতানিতে কিছু কিছু ক্ষেত্রে লক্ষমাত্রা ছাড়িয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাস হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকা, যা রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭১ শতাংশ কম। একই সময়ে ফুটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা এ সময়ের রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ বেশি। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর অক্টোবর মাসে হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছিল ৭৫ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে ফুটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছিল ২১ কোটি ৯১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে হোম টেক্সটাইল পণ্য রফতানিতে ২৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ের মধ্যে আয় হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকা। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক ৭১ শতাংশ কম। একইসঙ্গে গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় এ খাতের রফতানি আয় ১ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ২০১৫-১৬ অর্থবছরের এ সময়ে হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছিল ২২ কোটি মার্কিন ডলার। হোম টেক্সটাইল পণ্যের মধ্যে অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে বিছানা ও রান্নাঘরের পণ্য রফতানিতে আয় হয়েছে ১৫ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে অন্যান্য হোম টেক্সটাইল পণ্য রফতানিতে আয় হয়েছিল ৯ কোটি ৭০ লাখ ৬ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এ খাতের পণ্য রফতানি আয় হয়েছে ৬ কোটি ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা গত অর্থবছরের এ সময়ের রফতানি আয়ের তুলনায় ৩৭ দশমিক ৮১ শতাংশ কম। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৪ মাসের লক্ষ্যমাত্রার তুলনায় এ খাতের রফতানি আয় ৩ দশমিক ৯৬ শতাংশ কমেছে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে ফুটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ২৭ শতাংশ বেশি। এভাবেই উঠা নামার মধ্য দিয়ে চলছে আমাদের রফতানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২৪/১১/২০১৬অসাধারন
-
আনিসা নাসরীন ২৩/১১/২০১৬আরো বাড়বে আশা রাখি।
-
আব্দুল হক ২৩/১১/২০১৬তথ্য বহুল
-
সোলাইমান ২২/১১/২০১৬valo kotha
-
সাইয়িদ রফিকুল হক ২২/১১/২০১৬রফতানি আরও বৃদ্ধি পাক।