প্রাচীন নবরথ মন্দিরে বিরল প্রতিমার সন্ধান
ভাগবত ও পুরানে ভগবান বিষ্ণুর ২২টি অবতারের মধ্যে দেশে আবিস্কৃত প্রথম নবরথ মন্দিরে দেবতা বিষ্ণুর নারী অবতার মোহিনীর বিরল মূর্তি পাওয়া গেছে। ভাগবত ও পুরানে ভগবান বিষ্ণুর ২২টি অবতারের কথা বলা হয়েছে। মোহিনী তাদের মধ্যে অন্যতম এবং একমাত্র নারীরূপ। ভারত উপমহাদেশের পূর্বাংশে এটি প্রথম প্রস্তর নির্মিত মোহিনীর প্রতিমা। দেশের চিহ্নিত একমাত্র নবরথ মন্দির ও তার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে গবেষণার মাধ্যমে এই অঞ্চলে উন্নত ও সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে । দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের মাধবগাঁও এলাকায় সন্ধান পাওয়া এই নবরথ মন্দিরটি একাদশ থেকে দ্বাদশ শতকের হবে বলে ধারণা করা হচ্ছে। এটি বিষ্ণুমন্দির এবং এর সঙ্গে একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যকার পুর্ব ভারতীয় হিন্দু মন্দিরের গঠনের মিল আছে। বিশেষ করে উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্য শৈলী, যেটি একাদশ ও দ্বাদশ শতকে বিকশিত হয়েছিল সেই স্থাপত্য শৈলীর সঙ্গে এর সামঞ্জস্য রয়েছে।খননকালে এখানে প্রস্তর প্রতিমার ভগ্নাংশ হিসেবে হিন্দু দেবতা বিষ্ণুর ভঙ্গিতে দন্ডায়মান প্রতিমার হাতে থাকা শঙ্খ, চক্র, গদা, বিষ্ণু প্রতিমার বনমালা শোভিত পায়ের ভগ্নাংশ এবং একটি দেবী প্রতিমার ভগ্নাংশ পাওয়া গেছে। এখানে আগে মন্দির ছিল। কিন্তু এর ভেতরে যে এত সুন্দর একটি মন্দির রয়েছে, তা কোনোভাবেই জানা যায়নি। প্রাচীন এই মন্দিরের নকশা ও স্থাপত্য শৈলী দেখে সহজেই অনুমান করা যায় এক সময়ে এই অঞ্চল উন্নত ও সমৃদ্ধ ছিল। কিছু আলামতের ভিত্তিতে নিশ্চিত যে এটি একাদশ বা দ্বাদশ শতকের নবরথ বিশিষ্ট একটি বিষ্ণু মন্দির। মন্দিরটি দু’টি অংশে বিভক্ত। পশ্চিম দিকে ১২/১২ মিটার নিরেট প্লাটফর্মের ছোট কক্ষ রয়েছে। যেখানে প্রতিমার উপাসনা হতো। মন্দিরের বাইরে অভিক্ষেপের সংখ্যা ৯টি। তাই এটিকে নবরথ মন্দির বলা হচ্ছে। এটি বাংলাদেশে আবিষ্কৃত প্রথম নবরথ মন্দির। যেভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানা সম্ভব হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২২/০৯/২০১৬khub sundder
-
সাইফ রুদাদ ২১/০৯/২০১৬দেখতে যাবো শীগ্রই
-
আনিসা নাসরীন ২০/০৯/২০১৬ইসস এই খবর গুলা পড়লেই মনে হয় ছুঁটে গিয়ে দেখে আসি।
-
রোজারিও ২০/০৯/২০১৬আপনি খুব শীঘ্রই কোন এক শীর্ষ পত্রিকার সরেজমীন রিপোর্টার হিসেবে ডাক পেয়ে যাবেন ।।কিন্তু আমার মনে হচ্ছে ইতিমধ্যেই তা হয়ে বসে আছেন!
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০১৬ঐতিহ্য সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।