শেষটা রাঙিয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা
স্বপ্ন হয়েছে সত্যি। হাতের মুঠোয় ধরা দিয়েছে সাফল্য। শেষটা রাঙিয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরী বাঘিনীরা। শুরুটা হয়েছিল ইরানকে দিয়ে, শেষটা রাঙানো হলো সংযুক্ত আরব আমিরাত-বধের মধ্যে দিয়ে! মাঝপথে বাংলাদেশের কিশোরীরা হারিয়েছে সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপেকে। টানা পাঁচ ম্যাচে অপরাজেয় লাল-সবুজরা। ১৫ পয়েন্ট নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্যভাবে সফলতা পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। সে ধারাটা অব্যাহত থাকল শেষ ম্যাচেও। প্রতিপক্ষের জালে মোট ২৬ বার বল জড়িয়েছেন। ‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিল কৃষ্ণা, সানজিদারা। মিশন এবার-২০১৭। চূড়ান্ত পর্বেও নিজেদের সেরাটা মেলে ধরবেন কৃষ্ণারা, তাদের হাত ধরেই বিশ্বের বুকে আরও একবার উজ্জ্বল হবে বাংলাদেশের নাম এমনটাই প্রত্যাশা দেশের ষোলো কোটি মানুষের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোজারিও ১২/০৯/২০১৬
-
আনিসা নাসরীন ০৬/০৯/২০১৬বাঘিণি বলে কথা
-
সোলাইমান ০৬/০৯/২০১৬ভালো হয়েছে কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০১৬বাঘের মতোই কাজ বটে।
-
অঙ্কুর মজুমদার ০৬/০৯/২০১৬nice..
কৃষ্ণারা বাংলাদেশের সম্পদ ।