www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

‘অপারেশন হিট স্টর্ম ২৭’এর সফল সমাপ্তি

এদেশের শ্যমল সবুজ প্রান্তরে, এদেশের পেলব নরম মাটিতে কোনদিনও ঠাই হবেনা উগ্রবাদী আর জঙ্গীগোষ্ঠির।জারি সারি ভাটিয়ালির শুরে সাম্য সম্প্রীতির যে মেল বন্ধন এ দেশের মাটি আর মানুষের মাঝে তা কি কিছু কুচক্রি মহল কিংবা দুএকজন তামিম কুলাংগার নষ্ট করতে পারবে? আজো তার প্রমান মিলে গেল। এ দেশে এক ইঞ্চি যায়গাও পাবেনা কোন জঙ্গি। ধরা তাকে পরতেই হবে। নারায়গঞ্জে সফলতার সাথে শেষ হল জঙ্গি অভিযান।নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি জঙ্গি আস্তানায় অভিযানে গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে এ অভিযান শুরু করে।অভিযান শেষে তামিমসহ তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়। এদেশের মাটি কলংকমুক্ত হবার পথে আরেক ধাপ এগিয়ে গেল।আইন শৃংখলা বাহিনি আবার তাদের শক্তি আর সাহসের পরিচয় দিল। আমরা সাধুবাদ জানাই।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast