www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শোকাবহ আগস্ট

শুরু হলো শোকাবহ আগস্ট। ১৯৭৫ সালের বেদনাবিধুর এই মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করা হয় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের ১৫ আগস্ট কালো রাতে, ঘাতকরা বঙ্গবন্ধুর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৬ জনকে হত্যা করে। তবে দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ৪১ বছর আগে নিষ্ঠুর সে হত্যাযজ্ঞ বাঙ্গালিকে যেমনিভাবে শোকে ভাসায়, তেমনি অভয় মন্ত্রে উদ্দীপ্ত হতেও শেখায়। বাঙালির হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙার মন্ত্র রোপিত করেছিলেন জাতির জনক। তাইতো প্রতিবছরই যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে স্মরণ করা হয় এই মাসটিকে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast