www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনার ডিম পাড়া হাঁস বলে কথা

রাজনীতিতে কৌশলগত ভুলের কারনে ক্রমশই একা হয়ে যাচ্ছে বিএনপি। দেশে অথবা বিদেশে সর্বত্রই মিত্রহীন বলা যায়। এই মিত্রহীন হবার বহু কারনের প্রধান কারন 'জামায়াত ঘনিষ্ঠতা'। যে সব বিদেশি রাষ্ট্রের পরামর্শে তারা বিগত নির্বাচন বয়কট করেছিল তারাও এখন মুখ ফিরিয়ে নিয়েছে জঙ্গি সংশ্লিষ্টতার কারনে। বিএনপি'র জামায়াত প্রীতির কথা সকলেরই জানা। আর এই জামায়াতকে ত্যাগ করা বিএনপি'র পক্ষে প্রায় অসম্ভব। গত সাত বছরের আন্দোলন-সংগ্রামের অর্থ যুগিয়েছে তারাই। এ ছাড়া অতি মাত্রায় বিলাসী বেগম জিয়া ও তার দুই পুত্রের পরিবারের ভরন পোষন করে এই জামায়াতে ইসলাম। কাজেই এই সোনার ডিম পাড়া হাঁস বেহাত করতে চান না বেগম জিয়া, এতে যে যা-ই বলুক। এই অবস্থা অব্যহত থাকলে আগামী কয়েক বছরে দলটির পরিনতি হবে মুসলিম লীগের মতো। তখন দূরবীন দিয়েও দলটির অস্তিত্ব খুজে পাওয়া যাবেনা।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১০৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast