গান শুনলেই ঘুমিয়ে পড়ে হাতি
ঘুমপাড়ানি গান শুনিয়ে সন্তানদের ঘুম পাড়ানোর কথা অনেক শোনা যায়। তবে গান শুনিয়ে হাতিকে ঘুম পাড়ানোর বিষয়টি তেমন চোখে পড়ে না। কিন্তু থাইল্যান্ডের চিয়াঙ্গ মাই এলিফ্যান্ট নেচার পার্কের দৃশ্যটা একটু ভিন্ন। এখানে ঘুমপাড়ানি গান না শুনে ঘুমায় না হাতির বাচ্চারা। আর যতবারই তারা এই গান শোনে ততবারই তারা ঘুমিয়ে পড়ে। নেচার পার্কের হাতি ফেমাই তার কেয়ারটেকার লেক চাইলার্টকে তার শুঁড় দিয়ে তার দিকে টেনে নিচ্ছে। এরপর দেখা যায়, লেক একটি কাপড় দিয়ে হাতির গায়ে বুলিয়ে দিচ্ছে আর তাকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছে। এ দিকে গান শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি। আর কিছুক্ষণের মধ্যে যেন তলিয়ে যায় নিদ্রার দেশে। যদিও ফামাই বড় একটি হাতি কিন্তু যতবার সে লেকের কাছে ঘুমপাড়ানি গান শোনে প্রত্যেকবারই সে ঘুমিয়ে পড়ে। এভাবে ঘুমপাড়ানি গান শুনিয়ে সন্তানদের মত ঘুম পড়ে হাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ২২/০৭/২০১৬সমসাময়িক লেখার জন্য আপনাকে শুভেচ্ছা
-
সভ্যচাষী সপ্তম ০৭/০৭/২০১৬অদ্ভুত সুন্দর
-
আসিফ কবির ২৬/০৬/২০১৬OMG
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৬/২০১৬অনুভুতির হাজার দুয়ার .....::::::::::