প্রতিক্ষা
হারিয়ে যাচ্ছে মেধা মননের চিন্তাশক্তিগুলো।ঘড়ানিমের পএ পল্লব যেমন করে ঝরে পরে।
প্রচন্ড আত্মবিশ্বাসি মানুষগুলোও ঠিক হয়ত একটা সময় এসে মুখ থুবরে পরে যায়।কৌশলি লোকজন আবার টেনে তুলে কূয়োর বালতি তোলার মতন।আমি কি সেই দলের?
দুরে মোরগের ডাক কালো অন্ধকার কেটে যাচ্ছে মোয়াজিনের কন্ঠে মুক্তির বার্তা কল্যানের কথা শোনা যাচ্ছে।
উঠনের আমগাছে কটা পাখির স্ব বার্তা।
কিছু বহুমুএ রোগী আপন তালে প্রাতরাশে ছুটছে।
কাসুন্তীর উনুনে আগুন জ্বলছে স্বামীধন ভোরের ট্রেন ধরে কাজের জন্য ঢাকায় যাবে।
শুধুই প্রতিক্ষা।আজগের দিনটাই হয়ত সেই দিন।
সারাটা রাত কেটে যায় পূর্বে নতুন একটা আভা ছরিয়ে পরে হয়ত মিলাতে চেষ্টা চলে জীবন নামের অলিকের পাওয়া না পাওয়ার শব্দগুলোর পরীক্ষা । আরও পরে মোরের কাচাবাজারের ফসলের কৃষক যেভাবে বেপারীগুলোর হাতে নিজেদের ফলানো ফসল সস্তা দামে তুলে দেয়।
কি পেয়েছি? হিসেব কষলে শূন্য।কেন এ প্রতিক্ষা?
-----------------------------------------------
সংক্ষিপ্ত।
প্রচন্ড আত্মবিশ্বাসি মানুষগুলোও ঠিক হয়ত একটা সময় এসে মুখ থুবরে পরে যায়।কৌশলি লোকজন আবার টেনে তুলে কূয়োর বালতি তোলার মতন।আমি কি সেই দলের?
দুরে মোরগের ডাক কালো অন্ধকার কেটে যাচ্ছে মোয়াজিনের কন্ঠে মুক্তির বার্তা কল্যানের কথা শোনা যাচ্ছে।
উঠনের আমগাছে কটা পাখির স্ব বার্তা।
কিছু বহুমুএ রোগী আপন তালে প্রাতরাশে ছুটছে।
কাসুন্তীর উনুনে আগুন জ্বলছে স্বামীধন ভোরের ট্রেন ধরে কাজের জন্য ঢাকায় যাবে।
শুধুই প্রতিক্ষা।আজগের দিনটাই হয়ত সেই দিন।
সারাটা রাত কেটে যায় পূর্বে নতুন একটা আভা ছরিয়ে পরে হয়ত মিলাতে চেষ্টা চলে জীবন নামের অলিকের পাওয়া না পাওয়ার শব্দগুলোর পরীক্ষা । আরও পরে মোরের কাচাবাজারের ফসলের কৃষক যেভাবে বেপারীগুলোর হাতে নিজেদের ফলানো ফসল সস্তা দামে তুলে দেয়।
কি পেয়েছি? হিসেব কষলে শূন্য।কেন এ প্রতিক্ষা?
-----------------------------------------------
সংক্ষিপ্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭
চমৎকার
ধন্যবাদ!!!!!!