দ্বীপদেশ
দ্বীপদেশ -এর ব্লগ
-
হারিয়ে যাচ্ছে মেধা মননের চিন্তাশক্তিগুলো।ঘড়ানিমের পএ পল্লব যেমন করে ঝরে পরে।
প্রচন্ড আত্মবিশ্বাসি মানুষগুলোও ঠিক হয়ত একটা সময় এসে মুখ থুবরে পরে যায়।কৌশলি লোকজন আবার টেনে তুলে কূয়োর বালতি তোলার মতন।... [বিস্তারিত] -
প্রত্যেকে আমরা জীবনের কিছু না কিছু হারিয়ে ফেলি।হয়ত সেটা আবেক নয়ত বিবেক! আবেকের ফলে যা ঘটে তা সময় সাপেক্ষে পূরন হয়ত হয়ে যায় কিন্তু বিবেকের যায়গাটা শুন্য রয়ে যায়।
সকলে আমরা নিজের দিকটাই ভেবে দেখি। খু... [বিস্তারিত] -
হে অপ্রিয়!
ধরার বুকে যে ছায়াছবিটা এতকাল ঝোলা ছিল সেটা আজ বেশ ফ্যাকাসে!
ওর নিয়মের মতনই ঠিক! চশমা-চাদরে নিজেকে আজকাল মানিয়ে চলছি বৈকি।
স্বাধের সাথে বিশাদগুলিও হজম করাটা আদিম। [বিস্তারিত] -
গতরাতের যে স্বপ্নটা ছিলো সেটা কি শুধুই স্বপ্ন না কি এর গভিরে আরো কিছু আছে!
রাত তখন তিনটা গতরাতে মশার উপদ্রবটা অনেক বেশি ছিল বলে ঘুম ধরেও ধরছে না।
হটাত একটা ফোনে কল এলো আমি রিসিভও করলাম কিন্তু ওপাশ হ... [বিস্তারিত]