ভূল
তোমাকে নয়-
আমি নিজেকেই বলি মন্দ
কাগজে গড়া ফুলের আমি
চেয়েছিলাম গন্ধ|
ভালোবেসে জীবনে করেছি ভূল-
বুজিনি কখনো,
পাথরে ফুটবে না ফুল|
তোমাকে ভেবে যা করেছি
সবই ছিল ভূল শুধু ভূল
ভালো থেকো সর্বদা
আর আমি দিয়ে যাই ভুলের মাশুল
আমি নিজেকেই বলি মন্দ
কাগজে গড়া ফুলের আমি
চেয়েছিলাম গন্ধ|
ভালোবেসে জীবনে করেছি ভূল-
বুজিনি কখনো,
পাথরে ফুটবে না ফুল|
তোমাকে ভেবে যা করেছি
সবই ছিল ভূল শুধু ভূল
ভালো থেকো সর্বদা
আর আমি দিয়ে যাই ভুলের মাশুল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৬/০৬/২০১৬
-
কাব্যহীন কবি ২৪/০৬/২০১৬দারুন লিখেছেন কবি
-
অঙ্কুর মজুমদার ২৪/০৬/২০১৬nice poem
-
আকাশ চট্টোপাধ্যায় ২৩/০৬/২০১৬তুমি এই সহজিয়া পথ ছেড়ো না বন্ধু, মেঠো পথে যেতে পারাটা কম কথা নয়, তোমার মতো লোকেদের আমরা দূর থেকে চেয়ে চেয়ে দেখি। ধন্যবাদ
-
ঘোস্ট রাইডার ২৩/০৬/২০১৬ভালো লাগলো
পাও না পাও খেয়াল রেখ
হিসাবের খাতা যেন
না যায় খোয়া !
কবিতা অসম্ভব ভাল লাগলো।দন্যবাদ কবিকে।