আমার মত কেউ কেঁদনা
ভালোবাসায় নাইরে সুখ,
চোখের জলে ভাসে বুক।
ভালোবাসি আমি যারে-
সে দিল বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি বিশ্বাস করে,
দিলাম যারে মন-
মনটা সে ভেঙে দিল,
কাচেরি মতন।
ভাঙা মনের আয়নায়-
মুখ তো দেখা যায় না।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি আশা নিয়ে,
দেখেছিলাম স্বপন।
হঠাৎ করেই বদলে গেলে-
আমার সুখের ভূবন।
কারো মনের সাথে কভূ-
মনটা কেউ বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অতি বেশি ভালোবাসা,
নয়তো কখনো ভালো।
কাঁদতে হবে সারা জীবন-
পাবেনা খুঁজে আলো।
মনের চিতায় জ্বলতে হবে-
পাবেনা কোথাও শান্তনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
চোখের জলে ভাসে বুক।
ভালোবাসি আমি যারে-
সে দিল বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি বিশ্বাস করে,
দিলাম যারে মন-
মনটা সে ভেঙে দিল,
কাচেরি মতন।
ভাঙা মনের আয়নায়-
মুখ তো দেখা যায় না।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অনেক বেশি আশা নিয়ে,
দেখেছিলাম স্বপন।
হঠাৎ করেই বদলে গেলে-
আমার সুখের ভূবন।
কারো মনের সাথে কভূ-
মনটা কেউ বেদনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
.
অতি বেশি ভালোবাসা,
নয়তো কখনো ভালো।
কাঁদতে হবে সারা জীবন-
পাবেনা খুঁজে আলো।
মনের চিতায় জ্বলতে হবে-
পাবেনা কোথাও শান্তনা।
আমার মত ভালোবেসে,
তোমরা কেউ কেঁদনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আকাশ চট্টোপাধ্যায় ২৩/০৬/২০১৬অসাধারণ সব কমেন্ট! সে সব পড়ে, মুলুকভাই আরও একটা কথা যোগ করতে ইচ্ছে হল -- গালিবের কথা -- এক উনওমা কি জরুরত হ্যায় কহানিকে লিয়ে, এক সদমা কি জরুরত হ্যায় জওয়ানি কে লিয়ে... মানে, গল্পের প্লট ঘিরে যেমন গল্প আবর্তিত হয়, তেমনই একটি দুঃখকে ঘিরে জীবনও বিকশিত হয়... আমি চাই, তোমার জীবন বিকশিত হোক, কারণ, দুঃখ জীবনকে বুঝতে সত্যিই সাহায্য করে। ভালো থেকো।
-
আকাশ চট্টোপাধ্যায় ২৩/০৬/২০১৬দুঃখ জীবনকে খাঁটি করে। খলিল জিব্রান লিখেছিলেন, পৃথিবীর সেরা মদের গ্লাস টা বহুদিন ধরে পুড়ে তৈরি হয় সেরা মদটিকে বুকে ধরার জন্য... খুচরো ব্যাপার যথা বানান ইত্যাদি ঠিক করলে, আমরা নতুন চারণকবি পাবো তোমার মধ্যে। সর্বাঙ্গীন শুভকামনা রইল।
-
বিদ্রোহী ফাহিম খান ২৮/০১/২০১৬হায়রে পোঁড়া কপাল আমার মত আপনারো পুড়ছে?
-
মাহাবুব ২২/১২/২০১৫কবি কবিতা লাগলো ভালো।
-
রাশেদ খাঁন ২১/১২/২০১৫ah!
-
অভিষেক মিত্র ২১/১২/২০১৫সুন্দর লেখা।
-
জে এস সাব্বির ২১/১২/২০১৫কবিতার ছন্দ খুবই ভাল ।কিন্তু বিষয়বস্তুর সাথে একমত না ।।
তাতে কি? সব জায়গায় তো আমাদের মনের মিল নাও হতে পারে তাই না ?! -
রুহুল আমীন রৌদ্র. ২১/১২/২০১৫ভালবাসা কখনো হাসায়,আবার কখনো কাঁদায়।
তাই বলে, ভালবাসার দোষী নয়।মানবের কর্মই দোষী।
ধন্যবাদ কবি।