www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়াকে দেখব

একটি দিনের অপেক্ষায়,
আজো আছি আমি বেঁচে।
একবার শুধু দেখব-
আমি, আমার প্রিয়ারে।
বিধি হে! একটি পলক-
শুধু দেখব তারে।
বিধি হে! একটু সময়-
দিও আমারে।
জানি, আর কোন দিন-
পাবোনা তোমায় ফিরে।
ভাবতেই দু চোখে-
অবিরত অশ্রু ঝরে।
জানিনা কোন সুখে গেলে,
আমায় একা করে।
বিধি হে! একটি পলক-
শুধু দেখব তারে।
বিধি হে! একটু সময়-
দিও আমারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগললো কবি।
  • ভালো লাগলাম।
  • সীমা সান্যাল ২৫/১২/২০১৫
    অনেক না পাওয়া র মাঝে পাওয়া র আকুতি আপন জনকে কাছে এনেই দেবে।।মিষ্টি চাওয়া।।।।খুব সুন্দর।।।
  • এগিয়ে যাও কবি; আমরা আছি তোমার সাথে
  • জে এস সাব্বির ২০/১২/২০১৫
    এভাবে আকুতি করলে ,বিধি তোমায় একটি না অনেক গুলি সুযোগই দিবেন ।দেখে নিও ।।অপেক্ষা করো ।

    কবিতায় ভাল লাগা রইল ।
  • দারুণ!
  • নির্ঝর ১৯/১২/২০১৫
    কবিতাটি এত সুন্দর কেন ?
  • আকুল প্রার্থনা। ভালো লাগলো।
 
Quantcast