www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পর কোনদিন হয়না আপন

তেলের সাথে জল মিশে না,
তুমি আমার তাই হলে না।
সুখে আমার কাটে না তো-
একটি রাত্রীও।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।
.
এক গাছের ফল কখনো,
লাগেনা আরেক গাছে।
ভূল করেছি ভালোবাসা-
চেয়ে তোমার কাছে।
.
আমার ভূলে আমি জ্বলি,
আমার পথে আমি চলি।
চলার পথে পেলাম না তো-
একটি যাত্রীও।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।
.
আসমানের চাঁদ কখনো,
নামেনা মাটির বুকে।
আজ বুঝেছি ভালোবেসে-
কান্দে কেন লোকে।
.
চাঁদের যায়গায় চাঁদ থাকে,
মিছেই মানুষ চায় তাকে।
তুমি হলে দূর আসমানের-
চাঁদের গত্রীয়।
পর কোনদিন হয়না আপন-
হয়না তো আত্মীয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ্যামেন্দু ২৮/১২/২০১৫
    সুন্দর ছন্দ
    ভালবাসার গান
    ভরাল প্রাণ
    কয়েকটি বানান :
    জায়গায়, গোত্রীয়, ভুলে,
    • মোঃ মুলুক আহমেদ ২৮/১২/২০১৫
      ধন্যবাদ, মন্তব্যের জন্য|
      ভুল ধরে দেয়ার জন্যেও অসংখ্য ধন্যবাদ|
      এখনি ঠিক করছি|
  • নির্ঝর ১৫/১২/২০১৫
    অপূর্ব
  • মাহাবুব ১৫/১২/২০১৫
    ভালো লাগল ।
  • হাসান কাবীর ১৪/১২/২০১৫
    পল্লী গীতি কবিতার গন্ধ পাওয়া গেলো।
  • দেবাশীষ দিপন ১৩/১২/২০১৫
    ভাল লাগলো।
  • ভালো লাগলো
 
Quantcast