পুরনো দিনের কবিতা
কবিতা আর কবিতা|এরকম একটা সময় ছিল,যখন কবিতা মুখস্থ করতাম শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আর কিছু কবিতা আবৃত্তি করে মুখস্থ করতাম প্রতিযোগিতায় ১ম হওয়ার জন্য|এছাড়া অন্য কোন কারণ ছিলনা|তখন না বুঝতাম কবিতার অর্থ না বুঝতাম কবির ভাব|শুধুই মুখস্থ করে যেতাম|জানিনা শিক্ষকরা ঠিকমত কবিতার অর্থ বা মূলকথা আমাদের সামনে তুলে ধরতে পেরেছিল কিনা|
কিন্তু এখন সেইসব কবিতার অর্থ বুঝেছি|বুঝেছি সেই কবিতার মূল কথাও|আর এটাও বুঝতেছি যে,সেইসব কবির কবিতা কিভাবে বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে|
আমরা বিভিন্ন রূপকথার কাহিনি পড়েছি|জানি সেইসব কাহিনী মিথ্যে|তবুও পড়ে মজা পাই|তার সাথে বাস্তবের কোন মিল নেই|কিন্তু কবিতা পড়ে যেমন মজা পাওয়া যায় তেমনি বাস্তবের সাথেও এটা মিলে যায়|
এখন চিন্তা করি কবিদের চিন্তা-ভাবনা কেমন ছিল তাঁদের মন মানসিকতা কেমন ছিল|
বিশেষ করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে যেসব কবিতা পড়েছি, সেইসব কবিতা এখনো মনের মধ্যে গেঁথে আছে|সেইসব কবিতার প্রতিটি শব্দের অর্থ যে কত ব্যাপক ছিল তা এখন বুঝতে পাড়ছি|
সেইসব কবিতা আর এখন সেইসব বইয়ের মধ্যে পাওয়া যায় না|
তাই এখন নিয়মিত কবিতা পড়ি আর কবিদের মনের কথা বুঝতে চেষ্টা করি|
কিন্তু এখন সেইসব কবিতার অর্থ বুঝেছি|বুঝেছি সেই কবিতার মূল কথাও|আর এটাও বুঝতেছি যে,সেইসব কবির কবিতা কিভাবে বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে|
আমরা বিভিন্ন রূপকথার কাহিনি পড়েছি|জানি সেইসব কাহিনী মিথ্যে|তবুও পড়ে মজা পাই|তার সাথে বাস্তবের কোন মিল নেই|কিন্তু কবিতা পড়ে যেমন মজা পাওয়া যায় তেমনি বাস্তবের সাথেও এটা মিলে যায়|
এখন চিন্তা করি কবিদের চিন্তা-ভাবনা কেমন ছিল তাঁদের মন মানসিকতা কেমন ছিল|
বিশেষ করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে যেসব কবিতা পড়েছি, সেইসব কবিতা এখনো মনের মধ্যে গেঁথে আছে|সেইসব কবিতার প্রতিটি শব্দের অর্থ যে কত ব্যাপক ছিল তা এখন বুঝতে পাড়ছি|
সেইসব কবিতা আর এখন সেইসব বইয়ের মধ্যে পাওয়া যায় না|
তাই এখন নিয়মিত কবিতা পড়ি আর কবিদের মনের কথা বুঝতে চেষ্টা করি|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ১৮/১২/২০১৫
-
জে এস সাব্বির ১৭/১২/২০১৫অফ টপিকঃ আপনাদের মত ব্লগারদের জন্যই মূলত ব্লগ জগত্ টা এগিয়ে যাচ্ছে ।অনেক চ্যালেঞ্জ আর সংকীর্ণতার মধ্যেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ।। হেপি জাভা মোবাইল ব্লগিং ।
মূল টপিকঃ আমি কিন্তু ঐসব ক্লাসের কবিতা মুখস্ত করার সময় গুলোকে খুব মিস করি ।এখন কবি আর কবিতার মমার্থ তখনের তুলনায় কিছুটা বেশী বুঝার পরও মনে হয় তখনকার কবিতা পরার সময়ই বেশী মজা পেতাম ।
ধন্যবাদ । -
মনিরুজ্জামান রাফি ০৯/১২/২০১৫ঠিক
-
নির্ঝর ০৯/১২/২০১৫সেইরাম
-
দেবব্রত সান্যাল ০৯/১২/২০১৫কিছু উদাহরণ থাকলে লেখাটি আকর্ষনীয় হতে পারত।
কাহিনী , প্রতিযোগিতা - শুদ্ধ করে নিন। -
অভিষেক মিত্র ০৯/১২/২০১৫আমিও সহমত ইমাম দা।
-
হাসান কাবীর ০৯/১২/২০১৫সহমত।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/১২/২০১৫ঠিব বলেছেন
আপনার কথাগুলো একদম সত্য।
সেইসব দিনের কবিতা, বর্তমানের শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায় না।