www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন জানিনা

কেন জানিনা, চোখে ঘুম আসে না,
তোমাকে ভেবে-
প্রতিটা ভোর হয় শুধু কেঁদে কেঁদে|
.
কেন জানিনা, মিছে মিছে স্মৃতিগুলো,
মনে আসে ফিরে-
সব স্মৃতি ভুলতে চাই জীবনের তরে|
.
কেন জানিনা, জীবন চলে থেমে থেমে,
প্রতিটি দিন শুরু হয়-
শুধু তোমাকেই ভেবে
.
কেন জানিনা, জীবন আমার ছন্দ ছাড়া,
জীবনের আকাশে নেই আজ-
মিটি মিটি সেই তারা|
.
কেন জানিনা, ভুলতে গিয়েও,
পারিনা তোমায় ভুলতে-
আজো পারলে না আমায় চিনতে|
.
কেন জানিনা, লিখতে পারি না কবিতা,
তোমাকে ছাড়া-
বিরহ ছন্দে লিখি মনের কবিতা|
.
কেন জানিনা, মনের মধ্যে,
এখনো আছে আঁকা তোমার ছবি-
তুমিই হলে আমার কবিতার কবি|
.
কেন জানিনা, মনে নেই আনন্দ,
আমার কবিতার প্রতিটি লাইন-
তোমারি দেয়া ব্যাথার ছন্দ|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চোঁখে>চোখে
    ভালো হয়েছে।আমার একটা সংলকন আসছে একুশের বই মেলায় তুমি কি লেখা দেবে মুকুল?
    • মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫
      আমার কবিতার ভাব তো আপনি দেখেছেন|
      এরকম কবিতা যদি দেয়া যায় তবে আমার আপত্তি নেই|
      আর ভুলটা এখনি ঠিক করে ফেলছি|
      আর একটা কথা, আমার নাম মুকুল নয়, মুলুক|
      • সরি এই ক আর ল এর টাইপ মিসিংটা আমার বারবার হ্য়।ধন্যবাদ
        কবিতাটা আমার ভালো লেগেছে [email protected]
        আমার ই-মেইল ঠিকানা বাবা-মায়ের নাম মোবাইল নাম্বার সংক্ষিপ্ত জীবন পরিচিতি যোগাযোগের ঠিকানা। এক কপি রঙিন ছবি পাঠিয়ে দাও।
        • মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫
          সব পাঠিয়েছি,
          চেক করে দেখতে পারেন|
          ভুল হলে বলবেন|
          • কবিতা আসেনি তো
            • মোঃ মুলুক আহমেদ ০৭/১২/২০১৫
              কোন কবিতা পাঠাব?
              বললেন না তো!
              • তোমার পছন্দ মত সুন্দর দেখে একটি পাঠাও। গ্রাম পোষ্ট
                • মোঃ মুলুক আহমেদ ০৮/১২/২০১৫
                  কবিতা পাঠিয়েছি|
                  দেখে নিন|
  • ভালো লাগলো। শুভেচ্ছা....
  • অনেক সুন্দর হয়েছে। ভালো লাগল। ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে।
 
Quantcast