কেন জানিনা
কেন জানিনা, চোখে ঘুম আসে না,
তোমাকে ভেবে-
প্রতিটা ভোর হয় শুধু কেঁদে কেঁদে|
.
কেন জানিনা, মিছে মিছে স্মৃতিগুলো,
মনে আসে ফিরে-
সব স্মৃতি ভুলতে চাই জীবনের তরে|
.
কেন জানিনা, জীবন চলে থেমে থেমে,
প্রতিটি দিন শুরু হয়-
শুধু তোমাকেই ভেবে
.
কেন জানিনা, জীবন আমার ছন্দ ছাড়া,
জীবনের আকাশে নেই আজ-
মিটি মিটি সেই তারা|
.
কেন জানিনা, ভুলতে গিয়েও,
পারিনা তোমায় ভুলতে-
আজো পারলে না আমায় চিনতে|
.
কেন জানিনা, লিখতে পারি না কবিতা,
তোমাকে ছাড়া-
বিরহ ছন্দে লিখি মনের কবিতা|
.
কেন জানিনা, মনের মধ্যে,
এখনো আছে আঁকা তোমার ছবি-
তুমিই হলে আমার কবিতার কবি|
.
কেন জানিনা, মনে নেই আনন্দ,
আমার কবিতার প্রতিটি লাইন-
তোমারি দেয়া ব্যাথার ছন্দ|
তোমাকে ভেবে-
প্রতিটা ভোর হয় শুধু কেঁদে কেঁদে|
.
কেন জানিনা, মিছে মিছে স্মৃতিগুলো,
মনে আসে ফিরে-
সব স্মৃতি ভুলতে চাই জীবনের তরে|
.
কেন জানিনা, জীবন চলে থেমে থেমে,
প্রতিটি দিন শুরু হয়-
শুধু তোমাকেই ভেবে
.
কেন জানিনা, জীবন আমার ছন্দ ছাড়া,
জীবনের আকাশে নেই আজ-
মিটি মিটি সেই তারা|
.
কেন জানিনা, ভুলতে গিয়েও,
পারিনা তোমায় ভুলতে-
আজো পারলে না আমায় চিনতে|
.
কেন জানিনা, লিখতে পারি না কবিতা,
তোমাকে ছাড়া-
বিরহ ছন্দে লিখি মনের কবিতা|
.
কেন জানিনা, মনের মধ্যে,
এখনো আছে আঁকা তোমার ছবি-
তুমিই হলে আমার কবিতার কবি|
.
কেন জানিনা, মনে নেই আনন্দ,
আমার কবিতার প্রতিটি লাইন-
তোমারি দেয়া ব্যাথার ছন্দ|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৭/১২/২০১৫
-
জুনায়েদ বি রাহমান ০৭/১২/২০১৫ভালো লাগলো। শুভেচ্ছা....
-
এস, এম, আরশাদ ইমাম ০৬/১২/২০১৫অনেক সুন্দর হয়েছে। ভালো লাগল। ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে।
ভালো হয়েছে।আমার একটা সংলকন আসছে একুশের বই মেলায় তুমি কি লেখা দেবে মুকুল?