www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুঝেও বুঝলাম না

যখনি ভাবি একটু এগিয়ে যাই,
তখনি পাশে দেখি তুমি নাই।
একি জ্বালা দিয়ে মোরে,
আছ তুমি দূরে সরে।

.
রেখে গেলে অনেক স্মৃতি,
আমার হৃদয়ের মাঝে।
সেই স্মৃতি আগলে ধরে,
বেচে আছি জীবনে।
.
যখনি স্মৃতির পাতা উল্টাবে,
পাবে আমার ছায়া।
এই হৃদয়ের এখনো আছে,
ঠিক আগের সেই মায়া।

.
সব কিছুই বদলে যায়,
নীরব এই পৃথিবীতে।
তুমিও বদলে গেলে,
আমারি অজান্তে।

.
চিরচেনা এই পৃথিবী,
লাগে এখন শুধু অচেনা।
খুব সহজে বদলে গেলে,
আমি বুঝেও বুঝলাম না।

.
যাবার বেলায় পারলাম না,
তোমাকে ফিরাতে।
জানি সুখে আছো,
অন্য কারো বুকে।
.
সুখে থাকো সুখে থাকো,
অরে সোনা পাখি।
আমিও সুখে আছি,
নিয়ে ভাঙা তরী।

.
আজো পারলাম না জানতে,
কোন সুখে তুমি গেলে।
আমায় কাঁদিয়ে তুমি,
কি সুখ পেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ০৬/১২/২০১৫
    আপনি লিখতে ভালবাসেন বোঝা যায়, চেষ্টাও আছে, তবে কি যেন নেই, আরও লিখুন,আপ্নি ভালো করবেন।
  • নির্ঝর ০৪/১২/২০১৫
    ভাই এই পৃথিবী মায়ার খেলা।
  • রেখে গেলে অনেক (সৃত্মি) বানান ঠিক করে নিন।
  • সাগর ০৩/১২/২০১৫
    অসাধারণ একটি বিরহের কবিতা| সত্যিই বুঝেও বুঝা যায় না|
  • ভাবী > ভাবি , স্মৃতি
    ভাবে , ভাবনায় দুর্বল। ছন্দ, মাত্রা ও অন্ত্য মিলে অনেক ভুল রয়েছে। আশাকরি পরের কবিতাটি ভালো লিখবেন। শুভেচ্ছা।
  • প্রিয় কবি বানানের প্রতি যত্মবান হতে হবে।
  • দুরে>দূরে।সৃত্মি>স্মৃতি
 
Quantcast