www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি ছিলে আমার

যে পথে তোমার সাথে-
রোজ হতো দেখা,
সেই পথে আজ চলি-
আমি আছি শুধু একা|
.
যে মনে ছিলে তুমি-
ছিলনা তো আর কেউ,
সেই মনে আজ শুধু-
নীল বেদনার ঢেউ
.
যে চোখে প্রতি রাতে-
স্বপ্ন তুমি ছিলে,
সেই দুটি চোখ আজ-
ভাসে শুধু নয়নের জলে|
.
যে হৃদয়ে ছিল আমার-
পূর্ণিমার চাঁদ,
সেই হৃদয়ে আজ কেন-
শুধু বেদনারি ছাপ|
.
যে আকাশ ছিল আমার-
অনেক তারায় ভরা,
সেই আকাশ আজ কেন-
কালো মেঘে ঢাকা|
.
এই অন্তরে ছিল শুধু-
তোমার ঐ চাঁদ মুখ খানা আঁকা,
আর কোনদিন কি পাবনা-
তোমার ঐ চাঁদ মুখের দেখা?
.
সময় হলে এসো একবার-
আমায় দিতে দেখা,
দু চোখ ভরে দেখব শুধু-
তোমার ঐ চাঁদ মুখটা|
.
আর কিছু নেই আমার-
তোমার কাছে চাওয়া,
শুধু বলব--
ভালো থেকো সর্বদা|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ৩০/১১/২০১৫
    ভালো হয়েছে।
  • দ্বীপ সরকার ২৭/১১/২০১৫
    ভালো।
  • মোঃ মুলুক আহমেদ ২৬/১১/২০১৫
    ধন্যবাদ
  • অভাবনীয় সুন্দর।
    বেশ হৃদয় কাড়া....
 
Quantcast