সানজু
সানজু,
কেন ভুলতে পারি না,
শুধু এই একটি নাম-
এখন শুধু ভাবি,
কেন তোমায় ভালোবাসলাম|
.
সানজু,
কি পেলাম তোমায় ভালোবেসে,
ঘৃণা আর অবহেলা ছাড়া-
তুমি তো ছিলে আমার,
নীল আকাশের তারা|
.
সানজু,
আজ আমার মনের আকাশে,
নেই কোনো তারা-
কি করে বাঁচি বলো,
তোমাকে ছাড়া|
.
সানজু,
মনে আছে? সেই কথা,
যে কথায় আমার সাথে-
করেছিলে কসম|
আজো আমার মনে আছে-
সেই কথা,
হয়তো তোমারি নেই স্মরণ|
.
সানজু,
ভুলে গেছো কি সেই কথা-
তুমি যে বলেছিলে,
ঘুমাব দুজন একসাথে-
একি বালিশে, রেখে মাথা|
.
সানজু,
মনে পড়ে কি, সেই স্মৃতি,
আমার পাশে বসে বলেছিলে-
আমাদের ভালোবাসা,
হবেনা কখনো ইতি|
.
সানজু,
সেই ভালোবাসা তো আজ শেষ,
আর বুঝি দেখতে পাবো না-
তোমার মাথার,
ঐ ঘন কালো কেশ|
.
সানজু,
শুনতে পাচ্ছো কি?
আমার কবিতার কথা-
নাকি দেখতে চাইছো,
কতটুকু সইতে পারি-
তোমার দেয়া ব্যাথা|
.
সানজু,
কত কথা, কত স্মৃতি
পড়ে যায় মনে
সব বলা সম্ভম না
এই ছোট কবিতার মাঝে
.
সানজু,
হয়তো মনে পড়ে না তোমার-
আমার কথা,
শুধু স্মৃতির পাতা উল্টিয়ে-
আকাশের দিকে খুজে দেখ,
হয়তো পেতে পারো আমার দেখা|
.
সানজু, ও আমার সানজু,
যেখানেই থাকো-
ভালো থেকো সর্বদা|||
ইতি
তোমার পাগল|
কেন ভুলতে পারি না,
শুধু এই একটি নাম-
এখন শুধু ভাবি,
কেন তোমায় ভালোবাসলাম|
.
সানজু,
কি পেলাম তোমায় ভালোবেসে,
ঘৃণা আর অবহেলা ছাড়া-
তুমি তো ছিলে আমার,
নীল আকাশের তারা|
.
সানজু,
আজ আমার মনের আকাশে,
নেই কোনো তারা-
কি করে বাঁচি বলো,
তোমাকে ছাড়া|
.
সানজু,
মনে আছে? সেই কথা,
যে কথায় আমার সাথে-
করেছিলে কসম|
আজো আমার মনে আছে-
সেই কথা,
হয়তো তোমারি নেই স্মরণ|
.
সানজু,
ভুলে গেছো কি সেই কথা-
তুমি যে বলেছিলে,
ঘুমাব দুজন একসাথে-
একি বালিশে, রেখে মাথা|
.
সানজু,
মনে পড়ে কি, সেই স্মৃতি,
আমার পাশে বসে বলেছিলে-
আমাদের ভালোবাসা,
হবেনা কখনো ইতি|
.
সানজু,
সেই ভালোবাসা তো আজ শেষ,
আর বুঝি দেখতে পাবো না-
তোমার মাথার,
ঐ ঘন কালো কেশ|
.
সানজু,
শুনতে পাচ্ছো কি?
আমার কবিতার কথা-
নাকি দেখতে চাইছো,
কতটুকু সইতে পারি-
তোমার দেয়া ব্যাথা|
.
সানজু,
কত কথা, কত স্মৃতি
পড়ে যায় মনে
সব বলা সম্ভম না
এই ছোট কবিতার মাঝে
.
সানজু,
হয়তো মনে পড়ে না তোমার-
আমার কথা,
শুধু স্মৃতির পাতা উল্টিয়ে-
আকাশের দিকে খুজে দেখ,
হয়তো পেতে পারো আমার দেখা|
.
সানজু, ও আমার সানজু,
যেখানেই থাকো-
ভালো থেকো সর্বদা|||
ইতি
তোমার পাগল|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৭/১১/২০১৫ঝড় তুল্লেন বেশ।
-
অ ২৩/১১/২০১৫অনেক আবেগে লেখা বোঝা যায় ।
-
রুহুল আমীন রৌদ্র. ২৩/১১/২০১৫ভাল লাগলো কবি।
-
দেবব্রত সান্যাল ২৩/১১/২০১৫আশা করি ভবিষ্যতে ভালো লিখবেন।