বসন্তের কোকিল
বসন্তের কোকিল হয়ে এসেছিলে জীবনে,
অবশেষে চলে গেলে-
আমার জীবন ফেলে শূণ্য গগণে|
একি সাথে একটি গাছে বেধেছিলে বাসা,
দুই হৃদয়ে ছিল তখন অনেক ভালোবাসা|
.
কোনো এক ঝড় এসে-
ভেঁঙ্গে গেল সেই বাসা,
তখন থেকেই হারিয়ে গেল আমার ভালোবাসা|
.
শূণ্য বুকে ঘুরে ফিরি মনে নিয়ে শান্তনা,
জানি, কোন দিন তোমায় পাব না|
.
এখন আবার বেধেছো অন্য বুকে বাসা,
সুখে থেকো নিয়ে নতুন ভালোবাসা|
দেখবে আমি দাড়িয়ে আছি-
যদি পিছন ফিরে চাও|
মন ভেঙ্গে কোকিল তুমি কি সুখ পাও?
অবশেষে চলে গেলে-
আমার জীবন ফেলে শূণ্য গগণে|
একি সাথে একটি গাছে বেধেছিলে বাসা,
দুই হৃদয়ে ছিল তখন অনেক ভালোবাসা|
.
কোনো এক ঝড় এসে-
ভেঁঙ্গে গেল সেই বাসা,
তখন থেকেই হারিয়ে গেল আমার ভালোবাসা|
.
শূণ্য বুকে ঘুরে ফিরি মনে নিয়ে শান্তনা,
জানি, কোন দিন তোমায় পাব না|
.
এখন আবার বেধেছো অন্য বুকে বাসা,
সুখে থেকো নিয়ে নতুন ভালোবাসা|
দেখবে আমি দাড়িয়ে আছি-
যদি পিছন ফিরে চাও|
মন ভেঙ্গে কোকিল তুমি কি সুখ পাও?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ০৮/১২/২০১৫চমৎকার
-
জাফর পাঠান ০২/১২/২০১৫বিরহ মাখা লেখাটির ভাবার্থ বেশ ভালো লাগলো । ভালো থাকুন নিরবধি ।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১১/২০১৫মনছুঁয়ে গেল এ কবিতাটি।
এ এক অপূর্ব সৃষ্টি।
ভেঁঙ্গ>ভেঙে
দাড়িয়ে >দাঁড়িয়ে
ধন্যবাদ প্রিয়কবি। -
ahmadullah ashraf ২১/১১/২০১৫nice. aro shundor chai
-
নাসিফ আমের চৌধুরী ২১/১১/২০১৫ভাল।
-
মোঃ মুলুক আহমেদ ২০/১১/২০১৫ধন্যবাদ|
কুয়াশা ভরা রাতের শুভেচ্ছা| -
মোঃ মুলুক আহমেদ ২০/১১/২০১৫ধন্যবাদ|
সুন্দর মন্তব্য| -
ঋজু কবি ২০/১১/২০১৫সুন্দর এবং করুনায় ভরা একটি সুরেলা কবিতা । বেশ ভালো লাগল ।
-
নির্ঝর ২০/১১/২০১৫নির্দয়
-
দেবব্রত সান্যাল ২০/১১/২০১৫ভবিষ্যতে আরও ভালো কবিতা আশা করব। ছন্দ ও মাত্রার দিকে নজর দিন।