কোন কিছুই সঠিক নিয়মে চলছে না
পায়ে চলা পথ
প্রতিবেশীর মন ভুলানো হাসি
শ্বাশত প্রেমের কথা
তামাটে মানুষের মুখ
সবগুলো অপ্রমানিত সত্য মনে হয়।
বুকের চাতালে একমুঠো রোদ
প্রতিশ্রুতিহীন বিশ্বাস ঘাতক রাত
পায়ে মাড়িয়ে যাওয়া ঘাসফুলের দীর্ঘশ্বাস
অভূক্ত বানভাসি মানুষের মিছিল
সবকিছু এখন ছেলে খেলা মনে হয়।
পিচঢালা পথে রক্তের দাগ
রাজপথে অধিকার আদায়ের আন্দোলন
মিছিল-মিটিং-সমাবেশ
হরতাল অবরোধ অসহযোগ আন্দোলন
সবকিছু এখন স্বপ্নের মতো মনে হয়।
প্রতিবেশীর মন ভুলানো হাসি
শ্বাশত প্রেমের কথা
তামাটে মানুষের মুখ
সবগুলো অপ্রমানিত সত্য মনে হয়।
বুকের চাতালে একমুঠো রোদ
প্রতিশ্রুতিহীন বিশ্বাস ঘাতক রাত
পায়ে মাড়িয়ে যাওয়া ঘাসফুলের দীর্ঘশ্বাস
অভূক্ত বানভাসি মানুষের মিছিল
সবকিছু এখন ছেলে খেলা মনে হয়।
পিচঢালা পথে রক্তের দাগ
রাজপথে অধিকার আদায়ের আন্দোলন
মিছিল-মিটিং-সমাবেশ
হরতাল অবরোধ অসহযোগ আন্দোলন
সবকিছু এখন স্বপ্নের মতো মনে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৮/০৮/২০১৫আসলেই কোন কিছুই ঠিক মত চলছেনা । ভালো থাকুন ।
-
কল্লোল বেপারী ২৭/০৮/২০১৫ভালো লাগল।
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৮/২০১৫ভাল লাগলো !!!
-
কিশোর কারুণিক ২৭/০৮/২০১৫ভাল
-
পিয়ালী দত্ত ২৬/০৮/২০১৫ভাল লাগা রইল
-
নাবিক ২৬/০৮/২০১৫দারুণ লাগলো
-
Înšigniã Āvî ২৬/০৮/২০১৫Ekdom thik
-
সমরেশ সুবোধ পড়্যা ২৬/০৮/২০১৫কবিতা সুন্দর।
সবগুলোই সত্য, ঘটনা ভিন্ন,
সময়ে ইতিহাস - সময়ে স্বপ্ন।