সম্পর্কের মানবিক জাল
সম্পর্কের জাল তুমি বার বার ছিঁড়তে চেয়েছো
শিংমাছের মতই কাঁটা বিধেঁ হৃদয় করেছ ক্ষতবিক্ষত
আর আমি ভাঙ্গা নায়ের মাঝি হয়ে সেই ছেঁড়া জাল
বার বার জুড়ে দিয়েছি বিনিসুতার মালা দিয়ে।
তোমার হৃদয়ের বুকশেলফে জমেছে কড়া বরফের জাল
তাই উকিঁ মেরে দেখতে পাওনি ভালোবাসার বিশালতা
ঝরে পড়া সব স্মৃতি জমেছে তোমার ভুল দেয়াল জুড়ে বুনে যাওয়া মাকড়সার জালে
ভালোবাসার সহজ সমীকরণ তাই তুমি বুঝতে পারনি।
শুধু কল্পনার জাল বুনলেই যদি প্লাবিত হওয়া যেত বর্ষার মেঘে
তবে আমি বৃষ্টি হতাম গোঁধুলি বেলায় তোমার ভুলগুলো ধুয়ে দিতে
ভালোবাসার কোলে মুখ গুঁজে আদর নিতাম মানবিক শুদ্ধ অনুভূতিতে।
শিংমাছের মতই কাঁটা বিধেঁ হৃদয় করেছ ক্ষতবিক্ষত
আর আমি ভাঙ্গা নায়ের মাঝি হয়ে সেই ছেঁড়া জাল
বার বার জুড়ে দিয়েছি বিনিসুতার মালা দিয়ে।
তোমার হৃদয়ের বুকশেলফে জমেছে কড়া বরফের জাল
তাই উকিঁ মেরে দেখতে পাওনি ভালোবাসার বিশালতা
ঝরে পড়া সব স্মৃতি জমেছে তোমার ভুল দেয়াল জুড়ে বুনে যাওয়া মাকড়সার জালে
ভালোবাসার সহজ সমীকরণ তাই তুমি বুঝতে পারনি।
শুধু কল্পনার জাল বুনলেই যদি প্লাবিত হওয়া যেত বর্ষার মেঘে
তবে আমি বৃষ্টি হতাম গোঁধুলি বেলায় তোমার ভুলগুলো ধুয়ে দিতে
ভালোবাসার কোলে মুখ গুঁজে আদর নিতাম মানবিক শুদ্ধ অনুভূতিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।