একা থাকার কষ্ট
শুনেছি এখন নাকি তোমার নির্ঘুম রাত কাটে আকাশের তারা গুনে
একাকী কথা বলো আনমনে
উদাস করা রাতে বারান্দার রেলিং চেপে বুকে দূর আকাশের নক্ষত্র দেখ
তোমার বন্ধুরা বলে, সুদূরের ঐ তারাগুলোই এখন নাকি তোমার বড়ই আপনজন
বুকের দীর্ঘশ্বাস তোমার নিত্যসঙ্গি।
বোঝ মেয়ে বোঝ একা থাকার যন্ত্রণা কত?
একাকী কথা বলো আনমনে
উদাস করা রাতে বারান্দার রেলিং চেপে বুকে দূর আকাশের নক্ষত্র দেখ
তোমার বন্ধুরা বলে, সুদূরের ঐ তারাগুলোই এখন নাকি তোমার বড়ই আপনজন
বুকের দীর্ঘশ্বাস তোমার নিত্যসঙ্গি।
বোঝ মেয়ে বোঝ একা থাকার যন্ত্রণা কত?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ২৭/১২/২০১৩এত কষ্ট আপনি কি বুঝলেন