www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখোশের অন্তরালে

কাকে তুমি সাধু বল, কাকে কর কুর্নিশ
যে সাধুর মুখোশ পরে সমাজে অন্যায় করে
কাকে তুমি সাধূ বল
যে রাঁতের আধাঁরে চুপি চুপি বেশ্যাপাড়ায় করে গমন
কথায় কথায় যে মিথ্যার তুবড়ি ছোটায়
যে অসাধু সাধু সেজে বাস করে সমাজে
মানুষে মানুষে বিভেদের দেয়াল তৈরি করে।

কাকে তুমি সুখী ভেবে খুশি হও মনে মনে
যে অন্যের সুখে ঈর্ষান্বীত হয়ে সুখের জন্য হয় লালায়িত
দরিদ্রের বেঁচে থাকার অধিকার যে নেয় কেঁড়ে।
কাকে তুমি ভালো মানুষ বল
যে অফিসের টেবিলে বসে বাম হাত বাড়িয়ে সুখ খোঁজে তাকে।

কাকে তুমি দেশপ্রেমিক বলে মাথায় নিয়ে নাচো
যে একাত্তুরে নরহত্যা, নারীধর্ষনে মত্ত ছিল
যাদের হাতে আজও লেগে আজে লাখো শহীদের তাজা রক্ত,
এরা সব মুখোশধারী এদের ভাল করে চিনে রাখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩
    বাঙালী জাতিকে নাকি গোল্ডফিস মেমোরীর বলে ডাকা হয়...না হলে '৭১-এর মানবতাবিরোধীদের গাড়িতে কেন উড়ে জাতীয় পতাকা ?

    সবার কাছে সম্মানের ফেরেশতার মুখোশ পড়া আড়ালে পশুর রূপী মানুষগুলোর কথা জানলে সত্যিই ঘেন্না হয় ।

    তেজদীপ্ত কবিতা ।।
  • আপনার সাথে সহমত পোষন করছি।আসলেই আজ সমাজে সব ভন্ডদের কদর।আজ যেজন সাধু সেজে বসে আছে সে গতকাল কি ছিল তা আমরা নিমিষেই ভুলে যায়।আমরা ঘুণাক্ষরেও চিন্তা করি না কাক সাজালেই ময়ূর হয়ে যায় না।কাক কাকই থাকে।কেননা কেউ তার স্বভাব বদলাতে পারে না।ধন্যবাদ কবিতা র জন্য।
 
Quantcast