ধর্ষিতা
যে মেয়েটি আজ ধর্ষনের শিকার হল
সেই মেয়েটির কোন নাম নেই
কেননা সে পুরুষ লালসার শিকার।
তার কোন বিচার নেই
তার কোন ধর্ম নেই
সে ধর্ষিত।
মেয়ে তোমার শরীরে গেঁথে দেওয়া হয়েছে
একটা নক্সার উল্কি
তুমি যা হারিয়েছ তা তোমার শরীর নয়
যা হারিয়েছ তা ফিরে পাবার নয়
তোমার বেঁচে থাকাটা অর্থহীন
আমাদের সমাজ বলে।
মানুষ যুদ্ধ করে মরে গেলে হয় শহীদ
পঙ্গু হয়ে বেঁচে থাকলে পায় বীরের সম্মান।
নারী ধর্ষিত হলে পায় লাঞ্ছনা …।
সেই মেয়েটির কোন নাম নেই
কেননা সে পুরুষ লালসার শিকার।
তার কোন বিচার নেই
তার কোন ধর্ম নেই
সে ধর্ষিত।
মেয়ে তোমার শরীরে গেঁথে দেওয়া হয়েছে
একটা নক্সার উল্কি
তুমি যা হারিয়েছ তা তোমার শরীর নয়
যা হারিয়েছ তা ফিরে পাবার নয়
তোমার বেঁচে থাকাটা অর্থহীন
আমাদের সমাজ বলে।
মানুষ যুদ্ধ করে মরে গেলে হয় শহীদ
পঙ্গু হয়ে বেঁচে থাকলে পায় বীরের সম্মান।
নারী ধর্ষিত হলে পায় লাঞ্ছনা …।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৭/১০/২০১৩ভাষাহীন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩সমাজ বদলে যাবে, যে সমাজে মানুষ মানুষের মর্যাদা পাবে। সে দিন এ কবিতা তার যথাযোগ্য সম্মান পাবে। খুব ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩সুন্দর ভাবে সত্য কে ফুটিয়ে তুলেছেন কবিতায়।