জন্ম -বৃত্তান্ত
সাদা উলঙ্গ চাঁদে আজ দু’জনে করব ভালোবাসার অবগাহন
জোছনার আলো গায়ে মাখামাখি করে
মেতে উঠব আদিম লীলায়।
আজ এই জোস্না রাতে ভালোবাসার বর্ষন হবে
উর্বরা হবে তোমার ভূমী
সেখান থেকে জন্ম নিবে মানবীয় আদম সন্তান।
জোছনার আলো গায়ে মাখামাখি করে
মেতে উঠব আদিম লীলায়।
আজ এই জোস্না রাতে ভালোবাসার বর্ষন হবে
উর্বরা হবে তোমার ভূমী
সেখান থেকে জন্ম নিবে মানবীয় আদম সন্তান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩অণু কবিতাটিতে জন্মের সার কথাটা প্রকাশ পেয়েছে।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩অনবদ্য জন্ম-বৃত্তান্ত...
"আজ এই জোস্না..." এটা কী জোত্স্না হবে