www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মহত্যা নয়

আত্মহত্যা নয় ওরে আত্মহত্যা নয়
আত্মবিশ্বাসই হোক জীবনের বিজয়।

পাওয়া না পাওয়া
যত দেনা পাওনা
পিছনে রেখে দাও
দৃঢ় বিশ্বাসে সবকিছু
স্রষ্টার কাছে চাও।
দেখবে তুমি দুঃসাহসী তুমি নির্ভয়।

আঘাতের পর আঘাত
জীবনে ঘটায় ব্যাঘাত
ধৈর্যচ্যুতি ঘটে বারবার
এমতাবস্থায় যদি থাকে
সবর আর সামাহাত
সত্যাগ্রহ জীবনকে করবে মধুময়।

আত্মহত্যা মানে হলো
নিজেকে নিজে হত্যা
স্রষ্টা কাউকে দেয়নি
এমন করার ক্ষমতা
অবিবেচকের মতো
অনধিকার চর্চা করা কিছুতেই নয়।

হতাশা শুধু হতাশা নয়
কেন কর ব্যর্থতার ভয়
দুঃখের পরেই তো সুখ
ব্যর্থতার পরেই সফলতা
আসবেই আসবে জেনে রাখো নিশ্চয়।

কেন দুর্বল ভীরু কাপুরুষ
হও কেন এতো নির্বোধ
পিতা মাতার কষ্টে বেড়ে
অথচ তাদের দাও ছেড়ে
আহা! যা কিছু তোমার নয়
তার জন্য কেনইবা করো জীবন ক্ষয়?

মহান স্রষ্টা ছাড়া কারো
সমস্যার সমাধান হয় না
তিনি যা দেন তা কেউ
নিতে পারে না
যা দেন না তা কেউ
দিতে পারে না
এ আস্থা মমিনকে
পিছাতে পারে না
আল্লাহ একমাত্র ভরসাস্থল পরাজয় নয়।

ইসলাম উচ্চকণ্ঠে ডেকে ডেকে কয়
আত্মহত্যা নয় ওরে আত্মহত্যা নয়
বেঁচে থেকে আনন্দ করো জগতময়।

বিষ খেয়ো না, বড়ি খেয়ো না,
খেয়ো না মরণৌষধ,
দিয়ো না রশি গলে,
প্রাণের উচ্ছাসে পরিবারের সাথে
হৃদ্যতা, সখ্যতা, মজবুত বন্ধনে
গড়ে তোলো প্রেমেরি স্মৃতিসৌধ।
বাবা মাকে মর্যাদা দাও প্রেম দিয়ে
নিজেকে গুরুত্ব দাও স্রষ্টার মতো করে
মনেরেখ সময় হলে কেউ রবে না এ ভবে।
দেখা দিবে পরিবার সমাজে সুখের অরুণোদয়।

ঢাকা-
২৬.০৬.২৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast