রহমাতুল্লিল আ’লামীন
সুন্দরতম ছিলেন তিনি আলোকিত প্রদীপ
অন্ধরকারময় আঁধার কেটে ফুটিল প্রভাত
তাঁর উপরে নাজিল হলো পূর্ণাঙ্গ আদ দীন
দ্বীনের ডাকে আসলো ফিরে ইনসানিয়াত।
জনে জনে মুখে মুখে হলেন আল আমীন
আসসাদীকও বলতেন সবাই শ্রেষ্ঠতম গুণ
আমানতদারিতা যাঁর তুলনা নেই কোনদিন
হে মানুষ তাঁর কথাটাই মনযোগ দিয়ে শুন।
রহমাতুল্লিল আ’লামীন তিনি সারা বিশ্বময়
খুলুকুন আযীম মাধুর্যতায় ব্যক্তিত্বের আধার
ভালোবাসার মূর্ত প্রতীক কাজ করিত নির্ভয়
দুঃখীজনের মুখে তিনি তুলে দিতেন আহার।
মানবতার বন্ধু হয়ে মুক্তির জন্য রাত দিন
এক আল্লাহর পথে আহবান করেন সর্বক্ষণ
সাহাবীরাও সাথে থেকে সহযোগিতার হাত
বাড়ান অবিরাম অবিরত, দূর হতে দুর্দিন।
মন, মননশীল প্রশান্তির কুরআন তিলাওয়াত
পরিশুদ্ধ আত্মার জন্য কিতাব শিক্ষা দিতেন
দুনিয়া ও আখিরাতে চির নাজাতের আশায়
শির্কমুক্ত ইবাদতের দিকে দিতেন দাওয়াত।
কল্যাণপুর, ঢাকা।
২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০
০৯ রবিউল আউয়াল ১৪৪৫
অন্ধরকারময় আঁধার কেটে ফুটিল প্রভাত
তাঁর উপরে নাজিল হলো পূর্ণাঙ্গ আদ দীন
দ্বীনের ডাকে আসলো ফিরে ইনসানিয়াত।
জনে জনে মুখে মুখে হলেন আল আমীন
আসসাদীকও বলতেন সবাই শ্রেষ্ঠতম গুণ
আমানতদারিতা যাঁর তুলনা নেই কোনদিন
হে মানুষ তাঁর কথাটাই মনযোগ দিয়ে শুন।
রহমাতুল্লিল আ’লামীন তিনি সারা বিশ্বময়
খুলুকুন আযীম মাধুর্যতায় ব্যক্তিত্বের আধার
ভালোবাসার মূর্ত প্রতীক কাজ করিত নির্ভয়
দুঃখীজনের মুখে তিনি তুলে দিতেন আহার।
মানবতার বন্ধু হয়ে মুক্তির জন্য রাত দিন
এক আল্লাহর পথে আহবান করেন সর্বক্ষণ
সাহাবীরাও সাথে থেকে সহযোগিতার হাত
বাড়ান অবিরাম অবিরত, দূর হতে দুর্দিন।
মন, মননশীল প্রশান্তির কুরআন তিলাওয়াত
পরিশুদ্ধ আত্মার জন্য কিতাব শিক্ষা দিতেন
দুনিয়া ও আখিরাতে চির নাজাতের আশায়
শির্কমুক্ত ইবাদতের দিকে দিতেন দাওয়াত।
কল্যাণপুর, ঢাকা।
২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০
০৯ রবিউল আউয়াল ১৪৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৫/০৫/২০২৪Sundor vabnar prokash
-
আলমগীর সরকার লিটন ০৬/০৫/২০২৪সুন্দর লেখেছেন কবি দা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৫/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২৪চমৎকার প্রকাশ,শুভকামনা অবিরাম সুপ্রিয়জন।
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৫/২০২৪অসাধারণ!