আগামীর পথে
আগামীর পথে শুনি, কুরআনের বাণী,
ক্ষয় নাই ওরে ক্ষয় নাই,
নিরাপদে প্রাণ, রবে অম্লান,
ভয় নাই ওরে ভয় নাই।
কুরআনের পথে জান, যে করিবে দান,
জয় ছাড়া কিছু নাই।
সাজানো বাগান, আছে হুর গিলমান,
দ্বিধাহীন পাবে তাই।
কুরআনের শাসন, সঠিক ভাষণ,
সমাজে কায়েম হয়
দুর্নীতি শোষণ সরিবে যোজন যোজন
ভয় রবে অন্তরময়।
কুরআনের সম্মান, ছড়ায় সারা দিনমান,
দেশ হতে দেশান্তরে।
তারও বাড়ে সম্মান, হয় সদা খ্যাতিমান,
জন হতে জনান্তরে।
মনসুরাবাদ, ঢাকা
২০.০৯.২০২৩
ক্ষয় নাই ওরে ক্ষয় নাই,
নিরাপদে প্রাণ, রবে অম্লান,
ভয় নাই ওরে ভয় নাই।
কুরআনের পথে জান, যে করিবে দান,
জয় ছাড়া কিছু নাই।
সাজানো বাগান, আছে হুর গিলমান,
দ্বিধাহীন পাবে তাই।
কুরআনের শাসন, সঠিক ভাষণ,
সমাজে কায়েম হয়
দুর্নীতি শোষণ সরিবে যোজন যোজন
ভয় রবে অন্তরময়।
কুরআনের সম্মান, ছড়ায় সারা দিনমান,
দেশ হতে দেশান্তরে।
তারও বাড়ে সম্মান, হয় সদা খ্যাতিমান,
জন হতে জনান্তরে।
মনসুরাবাদ, ঢাকা
২০.০৯.২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৮/২০২৪অসাধারণ হয়েছে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২৪বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৪/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২৯/০৪/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ২৮/০৪/২০২৪অনন্য মর্মকথার ব্যঞ্জনা।