www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়টা মমতাহীন

সময়টা মমতাহীন
মুহাম্মদ মোজাম্মেল হোসেন


সময়টা মমতাহীন অন্তর পাথর
নির্মম ইতিহাস লেখা,
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত
নিথর লাশের দেখা।


ইহুদি নামক শকুনের কালো হাত
গাজা উপত্যকা দখলে,
অমনুষ্যত্বের মঞ্চায়ন নিষ্ঠুর ভাবে
করে দলে সদলবলে।


ফিলিস্তিন শিশুর লাশ আর লাশ
সারি সারি পথে পথে,
চোখের অশ্রু ঝরে কষ্টে বুক ফাটে
আকাশ জুড়ে বিষাদে।


মুসলিম বিশ্ব এত নিঃস্ব ইহুদিবাদে
অস্ত্রের কাছে তারা বন্দি,
গাজা পুনরুদ্ধারে জনগণ বাঁচাতে
করছে না কোনো সন্ধি।


রক্তে লাল গাজা উপত্যকা এ সময়
শিশুর আর্তনাদ নিনাদ,
মুসলিম উম্মাহর শাসকেরা করো না
এবার তীব্র প্রতিবাদ।


নইল মরণের পর কীভাবে দাঁড়াবে
প্রভুর সামনে গিয়ে,
লজ্জায় লাল হয়ে যাবে মুখোবয়ব
বিষাদিত হবে হিয়ে।


১০/১০/২০২৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ সুন্দর
  • Md. Rayhan Kazi ২৪/০৪/২০২৪
    বাহ্ চমকপ্রদ কাব্য রচিলেন
  • খুব সুন্দর
  • ফয়জুল মহী ২৪/০৪/২০২৪
    সুন্দর সাবলীল
  • চমৎকার দ্রোহের কাব্যিক
 
Quantcast