রক্তাক্ত ফিলিস্তিন
রণোদ্যম থামছেই না
মানবতা মিলছেই না
জায়নবাদের হিংস্রতার
শিকার ফিলিস্তিনি-
নারী শিশু জন সাধারণ।
নির্মম খেলায় গাজার
হাসপাতালে হামলা করে
চালায় হত্যাযজ্ঞ, মারে
শত শত জীবন্ত প্রাণ,
হয়ে গেল সব ওলটপালট!
শিশু জানে না কেন সে
নিষ্ঠুর হত্যার কেন্দ্রবিন্দু?
কি করবে বুঝতেছে না,
কে থামাবে অত্যাচার?
বিবেক সাড়া দেবে না?
ফিলিস্তিন স্বাধীনতার জন্য
লড়ছে প্রাণও দিচ্ছে
বুলেট বোমারাঘাতে!
হে মুসলিম দেশের প্রধান,
ইসরাইলকে দাও হুঙ্কার।
ইসরাইল কুপোকাত হয়ে
নস্যাৎ হোক নিষ্ঠুর চিন্তাধারা
রক্তচোষা রাক্ষসী মনোভাব!
ফিলিস্তিন ফিরে পাক শান্তি
মুসলিম এক হলে তা সম্ভব!
রে! ইসরাইল, মায়াহীন!
রগড় থামা তোর রগড়ি
আশ্রয়ে থেকে বাড়াবাড়ি
করিস না! আর করিস না!
কৃতজ্ঞ হলে পাবি নিস্তার!
কল্যাণপুর, ঢাকা।
১৮. ১০. ২০২৩
মানবতা মিলছেই না
জায়নবাদের হিংস্রতার
শিকার ফিলিস্তিনি-
নারী শিশু জন সাধারণ।
নির্মম খেলায় গাজার
হাসপাতালে হামলা করে
চালায় হত্যাযজ্ঞ, মারে
শত শত জীবন্ত প্রাণ,
হয়ে গেল সব ওলটপালট!
শিশু জানে না কেন সে
নিষ্ঠুর হত্যার কেন্দ্রবিন্দু?
কি করবে বুঝতেছে না,
কে থামাবে অত্যাচার?
বিবেক সাড়া দেবে না?
ফিলিস্তিন স্বাধীনতার জন্য
লড়ছে প্রাণও দিচ্ছে
বুলেট বোমারাঘাতে!
হে মুসলিম দেশের প্রধান,
ইসরাইলকে দাও হুঙ্কার।
ইসরাইল কুপোকাত হয়ে
নস্যাৎ হোক নিষ্ঠুর চিন্তাধারা
রক্তচোষা রাক্ষসী মনোভাব!
ফিলিস্তিন ফিরে পাক শান্তি
মুসলিম এক হলে তা সম্ভব!
রে! ইসরাইল, মায়াহীন!
রগড় থামা তোর রগড়ি
আশ্রয়ে থেকে বাড়াবাড়ি
করিস না! আর করিস না!
কৃতজ্ঞ হলে পাবি নিস্তার!
কল্যাণপুর, ঢাকা।
১৮. ১০. ২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২৪বেস্ট
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২৪খুব সুন্দর অনুভূতি প্রকাশ প্রিয়
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৪/২০২৪বেশ