আমাদের দেশ
আমাদের দেশ
আমাদের দেশকে আমরা সাজাই
ভালোবাসা মমতায়,
ব্যবধান তৈরী না করে আগাই
সমৃদ্ধ সমতায়।
ভুল বুঝাবুঝি নয় এক হয়ে যাই
হিংসা বিদ্বেষ মুছে,
সবাই প্রয়োজনে কাছাকাছি আসি
নিজেকে উঠাই উঁচে।
আমাদের দেশের সম্পদ রক্ষা করি
সেবা দেই মানুষকে,
হিংসার গহবরে লুকিয়ে না থেকে
কাছে ডাকি সবাইকে।
সোনালী ফসলে ভরা প্রিয় এ দেশ
শান্তিময় আহরণ,
মম বন্ধনে আটকিয়ে রাখি অন্তরে
বিনম্র আচরণ।
জন্মেছি এই দেশে বিধাতার ইচ্ছায়
পরম স্নেহের ছায়,
বাবা মা ভাই বোন নিয়ে পরিবার
সবুজ শ্যামল বায়।
সজীব মনন কেউ করে না হরণ
পরিশুদ্ধ এক প্রাণ,
ফুলেল আবাসনে সুরভিত প্রান্তরে
পবিত্রতার প্রমাণ।
দেশকে সেবা দিয়ে যদি শান্তিতে
করতে পারি মরণ,
ভালোবাসা দিয়ে মর্যাদার সাথে
সবাই করিবে স্মরণ।
কবিদের এই দেশ কবিতার মাঠ
শব্দ ছন্দের ঝংকার,
কবিতার মতো সাজাবো এই দেশ
সবার কাছে মনিহার।
আগামী প্রজম্মের কাছে বার্তা যাবে
দেশ হবে অহংকার,
নান্দনিকতায় ভরপুর সোনালী স্বপ্ন
সুখের অলংকার।
কল্যাণপুর, ঢাকা।
২৩ আগষ্ট ২০২৩
০৮ ভাদ্র ১৪৩০
০৬ সফর ১৪৪৫
আমাদের দেশকে আমরা সাজাই
ভালোবাসা মমতায়,
ব্যবধান তৈরী না করে আগাই
সমৃদ্ধ সমতায়।
ভুল বুঝাবুঝি নয় এক হয়ে যাই
হিংসা বিদ্বেষ মুছে,
সবাই প্রয়োজনে কাছাকাছি আসি
নিজেকে উঠাই উঁচে।
আমাদের দেশের সম্পদ রক্ষা করি
সেবা দেই মানুষকে,
হিংসার গহবরে লুকিয়ে না থেকে
কাছে ডাকি সবাইকে।
সোনালী ফসলে ভরা প্রিয় এ দেশ
শান্তিময় আহরণ,
মম বন্ধনে আটকিয়ে রাখি অন্তরে
বিনম্র আচরণ।
জন্মেছি এই দেশে বিধাতার ইচ্ছায়
পরম স্নেহের ছায়,
বাবা মা ভাই বোন নিয়ে পরিবার
সবুজ শ্যামল বায়।
সজীব মনন কেউ করে না হরণ
পরিশুদ্ধ এক প্রাণ,
ফুলেল আবাসনে সুরভিত প্রান্তরে
পবিত্রতার প্রমাণ।
দেশকে সেবা দিয়ে যদি শান্তিতে
করতে পারি মরণ,
ভালোবাসা দিয়ে মর্যাদার সাথে
সবাই করিবে স্মরণ।
কবিদের এই দেশ কবিতার মাঠ
শব্দ ছন্দের ঝংকার,
কবিতার মতো সাজাবো এই দেশ
সবার কাছে মনিহার।
আগামী প্রজম্মের কাছে বার্তা যাবে
দেশ হবে অহংকার,
নান্দনিকতায় ভরপুর সোনালী স্বপ্ন
সুখের অলংকার।
কল্যাণপুর, ঢাকা।
২৩ আগষ্ট ২০২৩
০৮ ভাদ্র ১৪৩০
০৬ সফর ১৪৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩অপুর্ব দেশভক্তি
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৯/২০২৩দেশাত্মবোধে অতি চমৎকার কবিতাটি!
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২৩সুনিপুণ
শুভকামনা অবিরাম -
সাইয়িদ রফিকুল হক ০৫/০৯/২০২৩বেশ!
-
আব্দুর রহমান আনসারী ০৫/০৯/২০২৩বেশ ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৯/২০২৩অসাধারণ