একমত
একমত
নবাবের স্বজনেরা করেছে বিরোধিতা
স্বার্থের মোহে করেনি সহযোগিতা।
ক্ষমতা সবার হৃদয়ে দিয়েছে তালা
নবাব সরিলে সাজাবে ক্ষমতার ডালা।
ক্ষমতা এমনই এক মোহনীয় যাদু
চায় পেতে তা মামা দাদা নানা কাকু।
একবার চেয়ারে গেলে উঠতে চায় না
ধরে তারা নানা কৌশল নানা বায়না।
সত্য পথে যখনই কেউ চলতে চায়
নানা তদবিরে তাকে কেবলই থামায়।
নানা ভাবে স্বজনেরা দিতে থাকে বাধা
মিথ্যা রশি দিয়ে সবার অন্তর রয় বাঁধা।
যতই সত্য থামাতে চায় ততই জ্বলে
জ্বলে বলে সবে সত্যের পথেই চলে।
মিরজাফর সমাজে এখনো করে বাস
ওদের রুখতে করতে হবে জ্ঞান চাষ।
সমাজ গঠনে প্রয়োজন আলোকিত পথ
আলোর সন্ধানিরা হতে হবে একমত।
একমতে চললে উপরের দৃষ্টি আসিবে
সেই দৃষ্টিতে সব অন্যায় দূরিভূত হবে।
কল্যাণপুর, ঢাকা।
০৯ আগষ্ট ২০২৩
২৫ শ্রাবন ১৪৩০
২১ মুহাররম ১৪৪৫
নবাবের স্বজনেরা করেছে বিরোধিতা
স্বার্থের মোহে করেনি সহযোগিতা।
ক্ষমতা সবার হৃদয়ে দিয়েছে তালা
নবাব সরিলে সাজাবে ক্ষমতার ডালা।
ক্ষমতা এমনই এক মোহনীয় যাদু
চায় পেতে তা মামা দাদা নানা কাকু।
একবার চেয়ারে গেলে উঠতে চায় না
ধরে তারা নানা কৌশল নানা বায়না।
সত্য পথে যখনই কেউ চলতে চায়
নানা তদবিরে তাকে কেবলই থামায়।
নানা ভাবে স্বজনেরা দিতে থাকে বাধা
মিথ্যা রশি দিয়ে সবার অন্তর রয় বাঁধা।
যতই সত্য থামাতে চায় ততই জ্বলে
জ্বলে বলে সবে সত্যের পথেই চলে।
মিরজাফর সমাজে এখনো করে বাস
ওদের রুখতে করতে হবে জ্ঞান চাষ।
সমাজ গঠনে প্রয়োজন আলোকিত পথ
আলোর সন্ধানিরা হতে হবে একমত।
একমতে চললে উপরের দৃষ্টি আসিবে
সেই দৃষ্টিতে সব অন্যায় দূরিভূত হবে।
কল্যাণপুর, ঢাকা।
০৯ আগষ্ট ২০২৩
২৫ শ্রাবন ১৪৩০
২১ মুহাররম ১৪৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২২/০৮/২০২৩চমৎকার অন্তমিল কবি দা
-
ফয়জুল মহী ২১/০৮/২০২৩চমৎকার মনোমুগ্ধকর কবিতার নিবেদন
-
আব্দুর রহমান আনসারী ২১/০৮/২০২৩অনিন্দ্যসুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০৮/২০২৩বাহ্