আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ
নানা বাড়ি শীতের দিনে
পিঠা খাওয়ার ধুম,
পিঠা ফুলির মৌ মৌ গন্ধে
না ই বা আসে ঘুম।
সকাল হলে রান্না ঘরে
নানা আয়োজন,
নানা নানী খাওয়াতে থাকে
যার যা প্রয়োজন।
হাসা হাসি হই চইয়ে যায়
সারাটি দিন ক্ষয়,
সব ছোটরা বেড়াতে এসে
খুশীতে মেতে রয়।
নানা নানীর গল্প বলার রাত
অন্য রকম লাগে,
ভূতের গল্প শুনলে তখন
ভয়ে বুক কাঁপে।
গাঁ গেরামে ঘুরতে এসে
শিশির ভেজা ঘাসে
রোদালোতে শিশির কণা
স্বর্ণের মতো ভাসে।
বিটপী পাতার ফাঁকে দেখি
সুরুজ উঠার দৃশ্য,
লাল গোলাকার থালার মতো
কী অপরুপ বিশ্ব।
শীতল বাতাস বয়ে চলে
লাগে তখন বেশ,
সবার কাছে সবচে প্রিয়
আমার বাংলাদেশ।
কল্যাণপুর, ঢাকা।
২১ নভেম্বর ২০২২
০৬ অগ্রহায়ণ ১৪২৯
২৫ রবিউস সানী ১৪৪৪
নানা বাড়ি শীতের দিনে
পিঠা খাওয়ার ধুম,
পিঠা ফুলির মৌ মৌ গন্ধে
না ই বা আসে ঘুম।
সকাল হলে রান্না ঘরে
নানা আয়োজন,
নানা নানী খাওয়াতে থাকে
যার যা প্রয়োজন।
হাসা হাসি হই চইয়ে যায়
সারাটি দিন ক্ষয়,
সব ছোটরা বেড়াতে এসে
খুশীতে মেতে রয়।
নানা নানীর গল্প বলার রাত
অন্য রকম লাগে,
ভূতের গল্প শুনলে তখন
ভয়ে বুক কাঁপে।
গাঁ গেরামে ঘুরতে এসে
শিশির ভেজা ঘাসে
রোদালোতে শিশির কণা
স্বর্ণের মতো ভাসে।
বিটপী পাতার ফাঁকে দেখি
সুরুজ উঠার দৃশ্য,
লাল গোলাকার থালার মতো
কী অপরুপ বিশ্ব।
শীতল বাতাস বয়ে চলে
লাগে তখন বেশ,
সবার কাছে সবচে প্রিয়
আমার বাংলাদেশ।
কল্যাণপুর, ঢাকা।
২১ নভেম্বর ২০২২
০৬ অগ্রহায়ণ ১৪২৯
২৫ রবিউস সানী ১৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ১০/০২/২০২৩ভালো লিখেছেন
-
ফয়জুল মহী ০৮/০২/২০২৩চমৎকার সৃষ্টি!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০২/২০২৩প্রিয় কবি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০২/২০২৩চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০২/২০২৩চমৎকার