ফিরিয়ে আন্বো
ফিরিয়ে আন্বো
আবারো,
জাগতে হবে
রুখতে হবে
দুষ্টদের।
হাটবো,
দুর্গম পথে
বাধা দিতে
জালিমদের।
তাড়াবো,
শোষক যারা
পোষে তারা
অনিষ্টদের।
নোয়াবো,
অহং মাথা
কলং মাখা
তাহাদের।
ফিরিয়ে,
আনবো সদা
সঠিক কথা
স্বাধীনতা।
মানবো,
উচ্চ যেথা
চিত্ত সেথা
সহিষ্ণুতা।
মানবোনা,
মন্দ বাক
মিছা হাঁক
অধীনতা।
জানবো,
হক যাহা
ছহী তাহা
মনোলোভা।
বিলাবো,
সুখ শান্তি
নূর অতি
মনোরোমা।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪
আবারো,
জাগতে হবে
রুখতে হবে
দুষ্টদের।
হাটবো,
দুর্গম পথে
বাধা দিতে
জালিমদের।
তাড়াবো,
শোষক যারা
পোষে তারা
অনিষ্টদের।
নোয়াবো,
অহং মাথা
কলং মাখা
তাহাদের।
ফিরিয়ে,
আনবো সদা
সঠিক কথা
স্বাধীনতা।
মানবো,
উচ্চ যেথা
চিত্ত সেথা
সহিষ্ণুতা।
মানবোনা,
মন্দ বাক
মিছা হাঁক
অধীনতা।
জানবো,
হক যাহা
ছহী তাহা
মনোলোভা।
বিলাবো,
সুখ শান্তি
নূর অতি
মনোরোমা।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০১/২০২৩সত্যিই এটা করতে পারলে ভাল হতো খুব।
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/০১/২০২৩দুর্দান্ত মানবিক উচ্চারণ!
-
ফয়জুল মহী ২৪/০১/২০২৩অসাধারণ লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০১/২০২৩দারুণ