তরুণ অরুণ
তরুণ অরুণ
আমরা তরুণ অরুণ রবি
ক্ষীণ মনে আশা জাগাই।
শক্তি সবল দৃঢ় মনোবল
প্রেম কাননে সাহস পাই।
বাগে ফোটা ফুল মোরা
মৌয়াল হয়ে মধু বিলাই।
দীপ্ত প্রাণে বিপ্লবী গানে
সমাজ গড়ার সুর শুনাই।
চাঁদনী আলো রাতের মতো
সুখ বিলিয়ে দুঃখ ভুলাই।
আমরা তরুণ বাঁধন হারা
লক্ষ হাতে শত্রু তাড়াই ।
স্বাধীন চেতা মনোপ্রাণে
পরের জন্য জীবন হারাই।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪
আমরা তরুণ অরুণ রবি
ক্ষীণ মনে আশা জাগাই।
শক্তি সবল দৃঢ় মনোবল
প্রেম কাননে সাহস পাই।
বাগে ফোটা ফুল মোরা
মৌয়াল হয়ে মধু বিলাই।
দীপ্ত প্রাণে বিপ্লবী গানে
সমাজ গড়ার সুর শুনাই।
চাঁদনী আলো রাতের মতো
সুখ বিলিয়ে দুঃখ ভুলাই।
আমরা তরুণ বাঁধন হারা
লক্ষ হাতে শত্রু তাড়াই ।
স্বাধীন চেতা মনোপ্রাণে
পরের জন্য জীবন হারাই।
কল্যাণপুর, ঢাকা।
২৪ নভেম্বর ২০২২
০৯ অগ্রহায়ণ ১৪২৯
২৮ রবিউস সানী ১৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০১/২০২৩বেশ অনুভূতির প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০১/২০২৩তরুণ মানেই প্রাণ
সবুজের জয়োগান! -
ফয়জুল মহী ২২/০১/২০২৩অনুপম সৃষ্টি সৃজন।
-
তাবেরী ২২/০১/২০২৩অসাধারণ
-
সিবগাতুর রহমান ২২/০১/২০২৩সুন্দর লিখেছেন কবি বন্ধু।