প্রতারিত হবে না
প্রতারিত হবে না
ধমক দিয়ে চোখ রাঙ্গিয়ে
আবলতাবল বকবকিয়ে
কাউকে দমানো যায় না।
লাঠি উঁচিয়ে মাথা ফাটিয়ে
শরীর থেকে রক্ত ঝরিয়ে
বেশি দিন টিকা যায় না।
স্বৈরতান্ত্রিকতা শাসন ক্ষমতা
অধিকার হরণের নির্মমতা
সভ্য সমাজে তা মানায় না।
জবরদস্তি করে কিছু দিন
কেউবা হয় ক্ষমতাশীন
এতে ভালোবাসা হয় না।
কথার ফুলঝুরি ও গলাবাজি
ফানুস উড়ানো আতশবাজি
ঠিক সেরকম যা সুন্দর না।
কর্তৃত্বের পরিবর্তন পরিবর্ধন
হচ্ছে অদলবদল পালাবদল
ক্ষমতায় কেউ স্থায়ী রয় না।
বিপ্লবীরা জেগেছে সেজেছে
দৃঢ় শপথ নিয়ে রেগেছে
স্বৈরাচারকে আর চায় না।
ক্বায়েম হবে ফের সুবিচার
জনতা ঠকবেনা কোনো আর
কেউ আর প্রতারিত হবে না।
কল্যাণপুর, ঢাকা।
২৭ নভেম্বর ২০২২
১২ অগ্রহায়ণ ১৪২৯
০২ জমাদিউল আউয়াল ১৪৪৪
ধমক দিয়ে চোখ রাঙ্গিয়ে
আবলতাবল বকবকিয়ে
কাউকে দমানো যায় না।
লাঠি উঁচিয়ে মাথা ফাটিয়ে
শরীর থেকে রক্ত ঝরিয়ে
বেশি দিন টিকা যায় না।
স্বৈরতান্ত্রিকতা শাসন ক্ষমতা
অধিকার হরণের নির্মমতা
সভ্য সমাজে তা মানায় না।
জবরদস্তি করে কিছু দিন
কেউবা হয় ক্ষমতাশীন
এতে ভালোবাসা হয় না।
কথার ফুলঝুরি ও গলাবাজি
ফানুস উড়ানো আতশবাজি
ঠিক সেরকম যা সুন্দর না।
কর্তৃত্বের পরিবর্তন পরিবর্ধন
হচ্ছে অদলবদল পালাবদল
ক্ষমতায় কেউ স্থায়ী রয় না।
বিপ্লবীরা জেগেছে সেজেছে
দৃঢ় শপথ নিয়ে রেগেছে
স্বৈরাচারকে আর চায় না।
ক্বায়েম হবে ফের সুবিচার
জনতা ঠকবেনা কোনো আর
কেউ আর প্রতারিত হবে না।
কল্যাণপুর, ঢাকা।
২৭ নভেম্বর ২০২২
১২ অগ্রহায়ণ ১৪২৯
০২ জমাদিউল আউয়াল ১৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০১/২০২৩খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
শ.ম. শহীদ ১৯/০১/২০২৩অসামান্য উচ্চারণ।
সম্মানিত কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। -
বোরহানুল ইসলাম লিটন ১৯/০১/২০২৩একদম অসামান্য!
-
ফয়জুল মহী ১৮/০১/২০২৩চমৎকার প্রকাশ
পাঠে রেখে গেলাম মুগ্ধতা -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০১/২০২৩সুন্দর