www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমাধান

সমাধান


জনতার মিছিল এগিয়ে চলছে
আর বজ্র মুখে বলছে স্বৈরাচার-
নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক,
বজ্রকঠিন আওয়াজে মুখরিত ও
প্রকম্পিত হচ্ছে পিচঢালা রাজপথ।
এদিকে স্বৈরাচারের অনুগত কিছু
সশস্ত্র পেটুয়া বাহিনী বন্দুক তাক
করে প্রস্তুত মিছিলে হামলা করতে,
আতঙ্ক আর ভয়ভীতি ছড়াতে,
স্বৈরাচারী শাষক নিরস্ত্র জনতার
শান্তিপূর্ণ প্রতিবাদ সইতে পারে না।
যারা প্রতিবাদ করছে তারা সবাই
এ দেশেরই মানুষ জন্মও এখানে
একটি সুখী সুন্দর জীবনের জন্য
সংগ্রাম চলছে অবিরাম, অবিরত,
এই সংগ্রাম মানছে না স্বৈরাচার।
নির্যাতন নিপীড়নে দমাতে চায়
তাদের কাঙ্খিত মনের বাসনা,
ভোটাধিকারের নিরাপদ পরিবেশ
আর চায় একটি সুশিক্ষিত স্বনির্ভর
ক্ষুধামুক্ত অহিংস একটি বাংলাদেশ।
কিন্তু জগদ্দল পাথরের মতো বসে
জনগণকে ধমকায় আর হিসেব কষে
হায়! হায়!! গদি কি যায়! যায়!!
বলো না সবাই কী করি উপায়?
চালাও গুলি বুলেট বোমা বেয়নেট
প্রতিবাদীরা এভাবে হবে মামলেট
অথচ একটি নির্ভেজাল নির্বাচন
দিলেই হয়ে যায় সমস্যার সমাধান।


কল্যাণপুর, ঢাকা।
১২ ডিসেম্বর ২০২২
২৭ অগ্রহায়ণ ১৪২৯
১৭ জমাদিউল আউয়াল ১৪৪৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast