জিতু
জিতু
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
মেজাজ খারাপ করে যারা
গায়ে যেন আগুন,
তাদের প্রাণে উঠুক সদা
সত্যিকারের ফাগুন।
ফাগুন মানে সজীব সতেজ
প্রাণবন্ত কাজ,
রাগের মাথায় ঠকতে হয়
মনে আসে লাজ।
লাজ এলেও রাগ বন্ধ যদি
হয় চিরকাল,
স্মরণ রাখবে তাদের সবাই
কাল মহাকাল।
সম্মান মর্যাদা বেড়ে যাবে
সে টেরই পাবে না,
রহম দীলে রাগহীনতাই
হোক না ঠিকানা।
আল্লাহর বিধান বাস্তবায়নে
যদি করা লাগে রাগ,
সেই রাগ সীমাতিক্রম হয় না
যেন, বুদ্ধি সজাগ থাক ।
রাগের ছোটে শত্রু মারল
মুখে থুতু হয়ে ভয়ে ভীতু,
কঠিন রাগী আলীও তখন
রাগ দমিয়ে হয় জিতু।
মনসুরাবাদ, ঢাকা
২৭.১২.২০২১
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
মেজাজ খারাপ করে যারা
গায়ে যেন আগুন,
তাদের প্রাণে উঠুক সদা
সত্যিকারের ফাগুন।
ফাগুন মানে সজীব সতেজ
প্রাণবন্ত কাজ,
রাগের মাথায় ঠকতে হয়
মনে আসে লাজ।
লাজ এলেও রাগ বন্ধ যদি
হয় চিরকাল,
স্মরণ রাখবে তাদের সবাই
কাল মহাকাল।
সম্মান মর্যাদা বেড়ে যাবে
সে টেরই পাবে না,
রহম দীলে রাগহীনতাই
হোক না ঠিকানা।
আল্লাহর বিধান বাস্তবায়নে
যদি করা লাগে রাগ,
সেই রাগ সীমাতিক্রম হয় না
যেন, বুদ্ধি সজাগ থাক ।
রাগের ছোটে শত্রু মারল
মুখে থুতু হয়ে ভয়ে ভীতু,
কঠিন রাগী আলীও তখন
রাগ দমিয়ে হয় জিতু।
মনসুরাবাদ, ঢাকা
২৭.১২.২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ০৯/০১/২০২৩ভালো ভালো
-
ফয়জুল মহী ০৮/০১/২০২৩বাহ অসাধারণ লেখনশৈলী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২৩সুন্দর