বিজয় দিবস
বিজয় দিবস
একাত্তুরের ডিসেম্বরের ষোল
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে,
বহু ত্যাগের বিনিময়ে এলো
স্বাধীনতা বাংলাদেশে।
শোষণমুক্ত করতে দেশ
অস্ত্র ধরলো যারা,
দেশের প্রেমে দেশের টানে
সব হারালো তারা।
হামীদুর জাহাঙ্গীর রুহুলদের
তাজা রক্ত ঢেলে,
দিয়েছে বলেই আমাদের এই
স্বাধীনতা মেলে।
কামাল মতিউর নূর আব্দুর রউফ
প্রাণপণ করে লড়াই,
তাদের দেয়া বিজয় নিয়ে আজ
আমরা করি বড়াই!
আরো যারা অস্ত্র নিলো হাতে
তাদের করি স্মরণ,
তাদের পথেই চলবো সবাই
করবো অভিসরণ।
এ জয় তো নয় শেষ জয়
আসল জয় ঐ কালে,
আমরণ যত ভাল কাজ
করে যাই এ কালে।
কল্যাণপুর, ঢাকা।
১৬ ডিসেম্বর ২০২২
১ পৌষ ১৪২৯
২১ জমাদিউল আউয়াল ১৪৪৪
একাত্তুরের ডিসেম্বরের ষোল
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে,
বহু ত্যাগের বিনিময়ে এলো
স্বাধীনতা বাংলাদেশে।
শোষণমুক্ত করতে দেশ
অস্ত্র ধরলো যারা,
দেশের প্রেমে দেশের টানে
সব হারালো তারা।
হামীদুর জাহাঙ্গীর রুহুলদের
তাজা রক্ত ঢেলে,
দিয়েছে বলেই আমাদের এই
স্বাধীনতা মেলে।
কামাল মতিউর নূর আব্দুর রউফ
প্রাণপণ করে লড়াই,
তাদের দেয়া বিজয় নিয়ে আজ
আমরা করি বড়াই!
আরো যারা অস্ত্র নিলো হাতে
তাদের করি স্মরণ,
তাদের পথেই চলবো সবাই
করবো অভিসরণ।
এ জয় তো নয় শেষ জয়
আসল জয় ঐ কালে,
আমরণ যত ভাল কাজ
করে যাই এ কালে।
কল্যাণপুর, ঢাকা।
১৬ ডিসেম্বর ২০২২
১ পৌষ ১৪২৯
২১ জমাদিউল আউয়াল ১৪৪৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০১/২০২৩বেশ!!
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০১/২০২৩জী সম্মানিত কবি!
ঐ কালের তরেই করি এই কালে ভালো যতো কাজ! -
ফয়জুল মহী ০৪/০১/২০২৩Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২৩সুন্দর প্রকাশ করেছেন।
-
আলমগীর সরকার লিটন ০৪/০১/২০২৩সুন্দর অনেক শুভেচ্ছা রইল