ট্রায়োলেট(দুনিয়া)
ট্রায়োলেট(দুনিয়া)
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
বটের ছায়ার মতো এটাও থাকার জায়গা না!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
চলতে দিলেন সঠিক বিধান মালিক রাব্বানা,
আমল ছাড়া সেখানেতে থাকবে কি মুক্তিপণ!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
কল্যাণপুর, ঢাকা।
২২.০৮.২২
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
বটের ছায়ার মতো এটাও থাকার জায়গা না!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
চলতে দিলেন সঠিক বিধান মালিক রাব্বানা,
আমল ছাড়া সেখানেতে থাকবে কি মুক্তিপণ!
এই দুনিয়া ক্ষণকালের একটুও কী বুঝো না!
মনটা কেন চাওয়া পওয়ায় ব্যস্ত রয় সারাক্ষণ?
কল্যাণপুর, ঢাকা।
২২.০৮.২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩০/০৯/২০২২দারুণ হয়েছে সম্মানিত কবি। অভিনন্দন জানাই।
-
অভিজিৎ হালদার ৩০/০৯/২০২২বেশ ভালো।
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২২নান্দনিক