ট্রায়োলেট(লাশ)
ট্রায়োলেট(লাশ)
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
সলিল দিয়ে ধুইয়ে কাফন পরিয়ে নেয় কবর মাঝ।
চোখের জলে বুক ভাসায় প্রিয়জনের দুখের প্রকাশ
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
পরকালের পুঁজি নিয়েছো খুঁজি যবে ছিল অবকাশ!
সঠিক জবাবে রাখিবে আরামে পরাবে সুখের তাজ!
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
সলিল দিয়ে ধুইয়ে কাপন পরিয়ে নেয় কবর মাঝ।
কল্যাণপুর, ঢাকা।
২১.০৮.২০২২
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
সলিল দিয়ে ধুইয়ে কাফন পরিয়ে নেয় কবর মাঝ।
চোখের জলে বুক ভাসায় প্রিয়জনের দুখের প্রকাশ
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
পরকালের পুঁজি নিয়েছো খুঁজি যবে ছিল অবকাশ!
সঠিক জবাবে রাখিবে আরামে পরাবে সুখের তাজ!
দেহ থেকে প্রাণ খসে পড়লে সবাই হয় মরা লাশ,
সলিল দিয়ে ধুইয়ে কাপন পরিয়ে নেয় কবর মাঝ।
কল্যাণপুর, ঢাকা।
২১.০৮.২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৯/২০২২একদম অসামান্য!
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২২অনন্য লেখা পাঠে মুগ্ধ হলাম
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২২বেশ