আর কত
আর কত
নিরব নিথর রব আর কত দিন
দেহ কী এমনই রক্ত মাংসহীন
চোখের সামনে খুনাখুনি
জড় পদার্থের মতো
দাঁড়িয়ে শত শত
দেখি ভিডিও করি
কেন সবাই বাধা দিতে পারিনি?
সে সময় কারো কি বুক কাঁপেনি?
শত শত হাত যদি এক হতো
গর্জে উঠতো যদি সিংহের মতো
জনতা করতো প্রতিহত
ত্রাসকারী বিড়ালের মতো
দৌড়ে গিয়ে পালাত
লেজ গুটাতে গুটাতে
এ কাজটি কেনো আমরা করিনি?
তা কি বিবেককে জিজ্ঞাসা করিনি?
কল্যাণপুর, ঢাকা-
২৭.০৬.২০১৯
নিরব নিথর রব আর কত দিন
দেহ কী এমনই রক্ত মাংসহীন
চোখের সামনে খুনাখুনি
জড় পদার্থের মতো
দাঁড়িয়ে শত শত
দেখি ভিডিও করি
কেন সবাই বাধা দিতে পারিনি?
সে সময় কারো কি বুক কাঁপেনি?
শত শত হাত যদি এক হতো
গর্জে উঠতো যদি সিংহের মতো
জনতা করতো প্রতিহত
ত্রাসকারী বিড়ালের মতো
দৌড়ে গিয়ে পালাত
লেজ গুটাতে গুটাতে
এ কাজটি কেনো আমরা করিনি?
তা কি বিবেককে জিজ্ঞাসা করিনি?
কল্যাণপুর, ঢাকা-
২৭.০৬.২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৬/২০২২জোরালো প্রতিবাদ আর হয় না প্রিয় কবি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৬/২০২২অসামান্য
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২২বাহ্ খুব সুন্দর লিখেছেন,
ভালো লাগলো। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৬/২০২২প্রতিবাদ আজকাল খুব কমই হচ্ছে।
-
সিবগাতুর রহমান ১৬/০৬/২০২২অনেক সুন্দর লিখেছেন কবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৬/২০২২দারুণ!