ঋতম্ভর
ঋতম্ভর
হাজার কটক থাকবে রেডি
সবার হবে কনীনিকা,
কন্দলিয়া মনটা সাজে কার
বিনাশ হবে অতরিকা।
কম্ব নিপাত করতে তারা
সদা রবে সজাগ,
ফিরিয়ে দিবে সঠিক পন্থা
আর মমতা সোহাগ।
ঋতম্ভর বসবে হাটে
ঋষ্টি হবে দূর,
ঋদ্ধি তাতে দেখা দিবে
উচ্ছ্বসিত সুর।
আসন পেতে বসে থাকে
মাতবরি হয় সবে,
সুষ্ঠু একটি সমাজ সবাই
দেখতে পাবে কবে?
কল্যাণপুর, ঢাকা।
১১-মে-২০২২
হাজার কটক থাকবে রেডি
সবার হবে কনীনিকা,
কন্দলিয়া মনটা সাজে কার
বিনাশ হবে অতরিকা।
কম্ব নিপাত করতে তারা
সদা রবে সজাগ,
ফিরিয়ে দিবে সঠিক পন্থা
আর মমতা সোহাগ।
ঋতম্ভর বসবে হাটে
ঋষ্টি হবে দূর,
ঋদ্ধি তাতে দেখা দিবে
উচ্ছ্বসিত সুর।
আসন পেতে বসে থাকে
মাতবরি হয় সবে,
সুষ্ঠু একটি সমাজ সবাই
দেখতে পাবে কবে?
কল্যাণপুর, ঢাকা।
১১-মে-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৬/২০২২ভাল।
-
অভিজিৎ হালদার ১৫/০৬/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৫/০৬/২০২২খুব গভীর অনুভূতি প্রকাশ হয়েছে কাব্যটিতে। অনেক ভালো লাগল।
-
সুকান্ত ঘোষ ১৫/০৬/২০২২অনবদ্য।