লাইলাতুল কদর চেনার কয়েকটি আলামত
লাইলাতুল কদর চেনার কয়েকটি আলামত:
০১ রাতটি হবে উজ্জ্বল, প্রফুল্লময়, স্বচ্ছ, নির্মল ঝলমল ও না গরম না ঠান্ডা একেবারে নাতিশীতোষ্ণ।
০২. সকালে সূর্য উজ্জ্বল ও লাল বর্ণে উদিত হবে। তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না। দুর্বল থাকবে।
০৩. মৃদমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে ও আবহাওয়া সাকীনাহ অর্থাৎ প্রশান্তময় থাকবে।
০৪. সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিন্ড দেখা যাবে না।
০৫.সে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে।
০৬.সে রাতে ইবাদত করে মানুষ পূর্বের তুলনায় অধিক তৃপ্তিবোধ করবে।
০৭. শয়তান সে সময় বের হয় না।
__________________________________________________________________________
তথ্য সূত্র:
মুসলিম শরীফ
ইবনে খুজাইমা
মুসনাদে আহমদ
মাজমাউজ জাওয়ায়িদ
আল্ জামিউ
০১ রাতটি হবে উজ্জ্বল, প্রফুল্লময়, স্বচ্ছ, নির্মল ঝলমল ও না গরম না ঠান্ডা একেবারে নাতিশীতোষ্ণ।
০২. সকালে সূর্য উজ্জ্বল ও লাল বর্ণে উদিত হবে। তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না। দুর্বল থাকবে।
০৩. মৃদমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে ও আবহাওয়া সাকীনাহ অর্থাৎ প্রশান্তময় থাকবে।
০৪. সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিন্ড দেখা যাবে না।
০৫.সে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে।
০৬.সে রাতে ইবাদত করে মানুষ পূর্বের তুলনায় অধিক তৃপ্তিবোধ করবে।
০৭. শয়তান সে সময় বের হয় না।
__________________________________________________________________________
তথ্য সূত্র:
মুসলিম শরীফ
ইবনে খুজাইমা
মুসনাদে আহমদ
মাজমাউজ জাওয়ায়িদ
আল্ জামিউ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাফিয়া নূর পূর্বিতা ২৩/০১/২০২৩Awesome
-
আমিনুল ইসলাম সৈকত ১৮/১০/২০২২তথ্যবহুল
-
শফি আহমেদ ২০/০৫/২০২২খুবি তত্যবহুল লেখা। আপনাকে ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৪/২০২২ভাল তথ্য।
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৪/২০২২সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২২Good post
-
আলমগীর সরকার লিটন ২৭/০৪/২০২২লাইলাতুল কদর রাতের চমৎকার তথ্য দিয়েছে দাদা