www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাহে রমজান

মাহে রমজান
- মুহাম্মদ মোজাম্মেল হোসেন

মহিমান্বিত মাস এসেছে ফিরে
মুুুুুুুুুুুুুুুুুমিনের দুয়ারে
আহবানকারী আহবান করে, বলে!
‘পাপী এবার থাম,
হে কল্যাণকামী! কল্যাণের দিকে
দ্রুত এগিয়ে চল’,
কল্যাণের দ্বার খুলেছে রহমত বহে
দিয়েছে তালা পাপের আঁধারে।


যদি পেতে চাও মাফ,
গুনাহ খাতা পাপ
ঈমান ইহ্তিসাবের সাথে
করে যাও কাজ,
ঝগড়া বিবাদে জড়ানো
নয় মন্দের সংযোগ,
দয়ার ফটক উম্মুক্ত করে
ভালোবাসা দাও সবারে।


শিকল বন্দি করা হয়
শয়তানের কর্মকান্ড,
শীতল সমীরণ বহিতে
খুলেছে বাতায়ন,
যত পারো নাও তাঁরই সন্তোষ
চাও এই সুযোগে,
মুখেরই গন্ধ মিশকের চেয়েও
প্রভুর কাছে অতি প্রিয়রে।


কুরআনের মাস করো যত চাষ
নেকের কাজ,
তোমার থেকে নীচে ঘুরে সদা পিছে
গুটাবে না হাত,
প্রসারিত করো উদার চিত্তে সামর্থে
মন ভরে দাও,
খুশি হবে প্রভু দুখি হবে না তুমি
জড়ায়ে রবে তাঁর দয়ারে।


তিলাওয়াতে কুরআন দিয়ে মনপ্রাণ
করো মুমিন মুসলমান,
বুঝে শুনে পড়ো হৃদয়ঙ্গম করো
সাজাতে সুজীবন,
কুরআনের রঙ্গে রাঙ্গাও হৃদয়
নাজাতের আশায়,
আরশের মালিক তিনি তো খালিক
খবর রাখেন যত আমল করো রে।


রাইয়াান নামক দ্বার যারা রোজাদার
তাদের জন্য নির্ধারিত,
একমাত্র রোজাদারই প্রবেশ করবে
সুযোগ পাবে না কেউ,
রোজাদার হলো জান্নাতের মেহমান
যাহা অতীব আনন্দের,
সিয়ামের শিক্ষা নিতে হবে দীক্ষা
আলোকিত করো দেশ হতে দেশান্তরে।


২৯.০৩.২০২২
কল্যাণপুর, ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • ধর্মীয় অনুভবে অতি সুন্দর লেখা!
  • অপূর্ব
 
Quantcast