www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুপ্রভাত

সুপ্রভাত
- মুহাম্মদ মোজাম্মেল হোসেন


জোছনা প্লাবিত রাতে
করো না মন খারাপ
শোভিত করো চারপাশ
দূরিভূত হবে অনুতাপ ।


পূর্ণিমা রাতের আলোকরশ্মিতে
অবারিত হয় আলোরবান
পাপপঙ্কিলতার অন্ধকারে
গাও পবিত্রতার গান ।


রাত পেরিয়ে প্রভাত আসে
শুনা যায় পাখিদের গান
ঐ দূর মসজিদ থেকে ভেসে
আসে মুয়াজ্জিনের আযান ।


মুমিন প্রাণ ঘুমায় না আর
ছোটে মসজিদের পানে
ফজরের জামা'তে হয় শামিল
প্রশান্ত চিত্ত নয়নে ।


ভোরের বাতাস রোগ নিরাময়ে
খুবই কল্যাণকর
নামায শেষে ঘোরাফেরায় যারা
মন হয় সুখ কর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast