দুটি প্রাণ
দু'টি প্রাণ
- মুহাম্মদ মোজাম্মেল হোসেন
নদীর ধারে একলা আমি
বসে আপন মনে ,
কেউ এসে বলে ভালোবাসি
দেখবো দু'নয়নে ।
ডাকবো তারে কোমল সুরে
মাখবো সুবাস গায়ে ,
রাখবো বেঁধে প্রেমের সুতোয়
উঠবো সুখের নায়ে ।
গোলাপ কলির কোমল পরশে
বিলিয়ে দেবো ঘ্রাণ ,
জুঁই চামেলী শিউলী পলাশে
রাঙাবো দু'টি প্রাণ ।
- মুহাম্মদ মোজাম্মেল হোসেন
নদীর ধারে একলা আমি
বসে আপন মনে ,
কেউ এসে বলে ভালোবাসি
দেখবো দু'নয়নে ।
ডাকবো তারে কোমল সুরে
মাখবো সুবাস গায়ে ,
রাখবো বেঁধে প্রেমের সুতোয়
উঠবো সুখের নায়ে ।
গোলাপ কলির কোমল পরশে
বিলিয়ে দেবো ঘ্রাণ ,
জুঁই চামেলী শিউলী পলাশে
রাঙাবো দু'টি প্রাণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৫/০৩/২০২২ভালো ভাবনার
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৩/২০২২অনুপম সুন্দর
-
ফয়জুল মহী ২৫/০৩/২০২২নান্দনিক উপস্থাপন
-
আখলাক হুসাইন ২৪/০৩/২০২২চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২৪/০৩/২০২২বাহ খুব সুন্দর ভাবনা কবি দা